স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ৫ টি উপদেশ

Mohammad Shafin

Salafi
Salafi User
Joined
Jan 13, 2023
Threads
27
Comments
40
Reactions
473
▌উমর বিন খাত্তাব رضي الله عنه বলেন —
১.এমন কোন বিষয়ে কথা বলবে না যেটি তোমার জন্য অপ্রয়োজনীয়।
২.তোমার শত্রুকে চিনে রাখো এবং বন্ধুর ব্যাপারে সতর্ক হও, একমাত্র বিশ্বস্ত ব্যক্তি ব্যতীত।
৩.আল্লাহকে ভয় করে (মুত্তাকী) এমন ব্যক্তি ব্যতীত আর কেউই বিশ্বস্ত নয়।
৪.পাপাচারী-অন্যায়কারী ব্যক্তিদের সাথে হাঁটবে না, হতে পারে সে তোমাকে অন্যায়-পাপাচার শিখবে। এবং, তোমার গোপন বিষয় তার কাছে প্রকাশ করবে না।
৫.যখন কোন বিষয়ে কারো সাথে পরামর্শ করবে তখন একমাত্র মুত্তাকী ব্যতীত অন্য কারো সাথে পরামর্শ করবে না।

📚
সূত্রঃ সিফাত আস-সাফওয়া, ১/১৪৯; মিনহাজ আল-ক্বাসিদিন পৃ: ১৩২
 
Back
Top