Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,873
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 62,390
- Thread Author
- #1
প্রশ্ন : কি গুনাগুন থাকলে একজনকে সৃষ্টিকর্তা বলে অবিহিত করা যায়?
জবাব:- আলহামদুলিল্লাহ্।
নাজরান শহরের খ্রীষ্টান পাদ্রীদের জিজ্ঞাসা-
একদল অমুসলিম (সিরিয়ার, নাজরান শহরের খ্রীষ্টান পাদ্রীদের একটা প্রতিনিধি দল) যখন (রাসুল) (ﷺ) এর নিকট প্রশ্ন করলেন সৃষ্টিকর্তা কেমন তখন তিনি উত্তর দিয়েছিলেন কুরআনের -
‘‘আল্লাহ এক এবং অদ্বিতীয়,আল্লাহ আত্ননির্ভর ,তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি । তাঁর মত আর কেউ নেই ’’ সুরা ইখলাস -১১২, আয়াত-১-৪
সৃষ্টিকর্তা নিরূপনের জন্য পরশপাথর--এই চারটি মৌলিক সুত্র যাকে বলা যায় সৃষ্টিকর্তা নিরূপনের জন্য পরশপাথর। এর মাধ্যমে সৃষ্টিকর্তার মৌলিকত্ব সহজেই অনুধাবন করা সম্ভব। যদি কেউ বলে মোহাম্মদ (ﷺ) সৃষ্টিকর্তা, তিনি কি মাত্র একজন? না কখনোই নয় পৃথিবীতে তার মত মানুষ লক্ষ লক্ষ রয়েছে । তিনি সন্তানের জন্ম দিয়েছেন সৃষ্টিকর্তা সন্তানের জন্ম দেননি। প্রতিটি মুসলিম মোহাম্মদ (ﷺ) কে সম্মান করে । নিজের চাইতে বেশি ভালবাসে কিন্তু তিনি সৃষ্টিকর্তা নন। সেটা রাম হোক গনেশ, যিশু, বৌদ্ধ যেই হোকনা কেন এই পরশপাথরের সাহায্যে প্রমান করা যাবে তাঁরা সৃষ্টিকর্তা ছিলেন কিনা ,যদি তারা পরশপাথরের পরিক্ষায় উত্তীর্ন হন তারা অবশ্যই সৃষ্টিকর্তা যদি না হন তাহলে তাঁরা মানুষ সৃষ্টিকর্তা নন কিছুতেই।
আল্লাহ্ সবচেয়ে ভালো জানেন।
সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
জবাব:- আলহামদুলিল্লাহ্।
নাজরান শহরের খ্রীষ্টান পাদ্রীদের জিজ্ঞাসা-
একদল অমুসলিম (সিরিয়ার, নাজরান শহরের খ্রীষ্টান পাদ্রীদের একটা প্রতিনিধি দল) যখন (রাসুল) (ﷺ) এর নিকট প্রশ্ন করলেন সৃষ্টিকর্তা কেমন তখন তিনি উত্তর দিয়েছিলেন কুরআনের -
‘‘আল্লাহ এক এবং অদ্বিতীয়,আল্লাহ আত্ননির্ভর ,তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি । তাঁর মত আর কেউ নেই ’’ সুরা ইখলাস -১১২, আয়াত-১-৪
সৃষ্টিকর্তা নিরূপনের জন্য পরশপাথর--এই চারটি মৌলিক সুত্র যাকে বলা যায় সৃষ্টিকর্তা নিরূপনের জন্য পরশপাথর। এর মাধ্যমে সৃষ্টিকর্তার মৌলিকত্ব সহজেই অনুধাবন করা সম্ভব। যদি কেউ বলে মোহাম্মদ (ﷺ) সৃষ্টিকর্তা, তিনি কি মাত্র একজন? না কখনোই নয় পৃথিবীতে তার মত মানুষ লক্ষ লক্ষ রয়েছে । তিনি সন্তানের জন্ম দিয়েছেন সৃষ্টিকর্তা সন্তানের জন্ম দেননি। প্রতিটি মুসলিম মোহাম্মদ (ﷺ) কে সম্মান করে । নিজের চাইতে বেশি ভালবাসে কিন্তু তিনি সৃষ্টিকর্তা নন। সেটা রাম হোক গনেশ, যিশু, বৌদ্ধ যেই হোকনা কেন এই পরশপাথরের সাহায্যে প্রমান করা যাবে তাঁরা সৃষ্টিকর্তা ছিলেন কিনা ,যদি তারা পরশপাথরের পরিক্ষায় উত্তীর্ন হন তারা অবশ্যই সৃষ্টিকর্তা যদি না হন তাহলে তাঁরা মানুষ সৃষ্টিকর্তা নন কিছুতেই।
আল্লাহ্ সবচেয়ে ভালো জানেন।
সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র