উসূলুল ফিকহ সাহাবী বিষয়ক - ইসলামী শরীয়তের কিছু মৌলিক নীতিমালা

Joined
Jan 3, 2023
Threads
880
Comments
1,047
Reactions
9,404
নীতি-
সাহাবীর উক্তি শরীয়তের এক প্রকার দলিল। তবে শর্ত হলো তা সহিহ প্রমাণিত হতে হবে; যদিও তা প্রসিদ্ধ না হয়। কুরআন হাদীসের উক্তির বিরোধী হওয়া যাবে না। অন্য কোনো সাহাবী তার বিপরীত বলবেন না।

নীতি-
সাহাবীর উক্তি প্রসিদ্ধ ও খ্যাত হলে এবং তার কোনো বিরোধী না পাওয়া গেলে তা ইজমা বলে গণ্য হবে।

নীতি-
কোনো সাহাবীর উক্তি খুলাফায়ে রাশেদীনের মধ্যে কারও উক্তির সাথে সাংঘর্ষিক হলে, খলীফার উক্তি প্রাধান্য পাবে।

নীতি-
সাহাবীদের উক্তি পরস্পরবিরোধী হলে কিতাব ও সুন্নাহর দিকে রুজু করতে হবে এবং যার কথা কিতাব ও সুন্নাহর বিধানের কাছাকাছি হবে, তার কথা মান্য হবে।

নীতি-
হাদীস বর্ণনাকারী সাহাবী যদি বর্ণিত হাদীসের পরিপন্থী মত পোষণ করেন, তাহলে দলীল হবে তাঁর বর্ণিত হাদীস, তার পোষণকৃত মত নয়। আর তাঁর বিপরীত মত পোষণের কোনো সম্ভাব্য কারণ খুঁজতে হবে।

নীতি-
হাদীসের বর্ণনাকারী সাহাবী তার অর্থ ও ব্যাখ্যা অন্য সাহাবী থেকে বেশি বোঝেন। তাই সে ব্যাপারে তারই ব্যাখ্যা প্রাধান্য পাবে।

 
Last edited:
Back
Top