সালাফে সালেহীনের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের নিকট ইসলাহ তথা সংশোধনের নীতিমালা পাঁচটি:
আল-মানহাজুস সালাফী, শায়খ মুহাম্মাদ বিন উমার বাযমূল হাফিযাহুল্লাহ লিখিত।
১) সর্বপ্রথম ও প্রধান সংশোধনকারী বিষয় হলো: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ইবাদত ও তাওহীদ প্রতিষ্ঠা।
২) সংশোধন শুরু হবে নিজের থেকে। সমাজ থেকে নয়, শাসক থেকেও নয়, অন্য কোথাও থেকে নয়; বরং সবাই নিজের থেকে শুরু করবে, এরপর যে যত কাছাকাছি তাকে সংশোধনের চেষ্টা করবে।
৩) কথা ও কাজের আগে শরয়ী ইলম অর্জন করতে হবে।
৪) ইলমটা অবশ্যই সালাফে সালেহীনের মানহাজে হতে হবে।
৫) দাওয়াতী কাজে কুরআন ও হাদীসে বর্ণিত এবং সালাফদের থেকে চলে আসা চরিত্রমাধুর্যে নিজেকে সজ্জিত করতে হবে।
আল-মানহাজুস সালাফী, শায়খ মুহাম্মাদ বিন উমার বাযমূল হাফিযাহুল্লাহ লিখিত।