- Joined
- Nov 5, 2024
- Threads
- 22
- Comments
- 44
- Reactions
- 266
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম।
বই পড়ার ক্ষেত্রে কিছু বিষয়ে হয়তো ছাড় থাকে আবার কিছু বিষয়ে একদম শিথিলতা চলে না। সময় খুবই মুল্যবান, এক্ষেত্রে জ্ঞানের জন্যে সঠিক বই বা ভালো বই পড়াটাই উত্তম। তাই আমার জিজ্ঞাসা ছিলো ফোরামে কি সালাফি প্রকাশনীগুলোর কোনো লিস্ট বিদ্যমান যা দেখে বই সম্পর্কে জানতে পারি পড়া বা শেয়ার করার ক্ষেত্রে?
ফোরামে অনেক অভিজ্ঞ ভাইবোনরা আছেন যাদের হয়তো এই বিষয়ে অনেক জ্ঞান আছে। এক্ষেত্রে সালাফি প্রকাশনি, লেখক/আলিম, অনুবাদক ইত্যাদি সমূহ সম্পর্কে একটা লিস্ট থাকলে ভালো হত। আবার এমনও প্রকাশনী লিস্ট যাদের হয়তো অনুবাদ বা সম্পাদনা উৎকৃষ্ট নয় তবে আকিদাগত সমস্যা নেই। সর্বপোরি আমাদের সাধারণদের জন্যে একটা ধারনা নেওয়ার জন্যে।
জাজাকুমুল্লাহু খইরান।
বই পড়ার ক্ষেত্রে কিছু বিষয়ে হয়তো ছাড় থাকে আবার কিছু বিষয়ে একদম শিথিলতা চলে না। সময় খুবই মুল্যবান, এক্ষেত্রে জ্ঞানের জন্যে সঠিক বই বা ভালো বই পড়াটাই উত্তম। তাই আমার জিজ্ঞাসা ছিলো ফোরামে কি সালাফি প্রকাশনীগুলোর কোনো লিস্ট বিদ্যমান যা দেখে বই সম্পর্কে জানতে পারি পড়া বা শেয়ার করার ক্ষেত্রে?
ফোরামে অনেক অভিজ্ঞ ভাইবোনরা আছেন যাদের হয়তো এই বিষয়ে অনেক জ্ঞান আছে। এক্ষেত্রে সালাফি প্রকাশনি, লেখক/আলিম, অনুবাদক ইত্যাদি সমূহ সম্পর্কে একটা লিস্ট থাকলে ভালো হত। আবার এমনও প্রকাশনী লিস্ট যাদের হয়তো অনুবাদ বা সম্পাদনা উৎকৃষ্ট নয় তবে আকিদাগত সমস্যা নেই। সর্বপোরি আমাদের সাধারণদের জন্যে একটা ধারনা নেওয়ার জন্যে।
জাজাকুমুল্লাহু খইরান।