নিউজ সালাফি প্রকাশনী কমিটি গঠন হচ্ছে।

Joined
Nov 5, 2024
Threads
28
Comments
61
Reactions
369
আসসালামু আলাইকুম,

নয়ন আহমেদ বলেন: আলহামদুলিল্লাহ, খুশির সাথে জানানো যাচ্ছে যে, গত ২ ডিসেম্বর সালাফি প্রকাশনীর দায়িত্বশীলদের মধ্যে সকাল থেকে আসর পর্যন্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল কীভাবে সম্মিলিতভাবে বই প্রচার ও প্রসার বাড়ানো যায়। প্রতি বছর নির্দিষ্ট স্থানে স্বতন্ত্র বইমেলা আয়োজনের পাশাপাশি সারা দেশে মার্কেটিং কৌশল কীভাবে এগিয়ে নেওয়া যায়, এমন ৩৫টি প্রস্তাব উঠে এসেছে ওই মিটিংয়ে।

সবচেয়ে আনন্দের বিষয় হলো, সেই দিন আমরা লিখিত ভোটের মাধ্যমে ‘বাংলাদেশ সালাফি পাবলিশার্স কমিউনিটি’র একটি কমিটি গঠন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। বর্তমানে ২৬টি প্রকাশনী একসঙ্গে কাজ করবে ইন শা আল্লাহ। আমাদের এই সেক্টরের সকল চ্যালেঞ্জ সম্মিলিত প্রচেষ্টায় কাটিয়ে ওঠার চেষ্টা করব ইন শা আল্লাহ।

কমিউনিটির নীতিমালা প্রণয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এর ভিত্তিতেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে, ইন শা আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই পথচলা সহজ করেন, আমীন। পাঠকদের পক্ষ থেকে কোনো মতামত বা পরামর্শ থাকলে জানাতে পারেন, ইন শা আল্লাহ।

আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম ফোরামে শেয়ার করি যেহেতু এখনো এটা দেখিনি কাউকে শেয়ার করতে। আল্লাহ তাদের এই কাজকে সফল করুন।

[কালেক্টেড ফ্রম ফেইসবুক]


Screenshot 2024-12-15 000427.png
 
Back
Top