আকিদা সালাফগণ ইমান এবং আমলের মধ্যে পার্থক্য করতেন না

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,101
Comments
1,292
Solutions
1
Reactions
12,162
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেছেন :

"আমাদের পূর্ববর্তী সালাফগণ ইমান এবং আমলের মধ্যে পার্থক্য করতেন না। আমল ইমানের অন্তর্ভুক্ত, আবার ইমানও আমলের অন্তর্ভুক্ত। ইমান একটি সর্বব্যাপী নাম (যা নিজের মধ্যে পুরো ইসলামকে একত্রিত করে)- যেমন এসব ধর্মের নাম পুরো ধর্মকে শামিল করে-আর এই ইমানকে সত্যায়ন করে আমল। সুতরাং যে জবান দ্বারা ইমানের স্বীকৃতি দেয়, অন্তরে তা উপলব্ধি করে এবং তা আমলে বাস্তবায়ন করে, (তখন) তার সেই ইমান হয়ে যায় এমন সুদৃঢ় হাতলে, যা কখনো ভাঙবার নয়। আর যে জবান দ্বারা স্বীকৃতি দিয়েছে, কিন্তু সে অন্তরে তা উপলব্ধি করেনি এবং আমলে বাস্তবায়ন করেনি, সে অবশ্যই আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারটি অসংখ্য সালাফ ও খালাফ থেকে সুবিদিত (প্রমাণিত)।"

- মাজমুউল ফাতাওয়া, খ. ৭, পৃ. ২৯৬
 
Back
Top