সালাত সালাত এ রুকূর সময় দৃষ্টি কোথায় থাকবে?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
সেজদার স্থানে।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত,

دَخَلَ رَسُوْلُ اللهِ ﷺ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُوْدِهِ حَتَّى خَرَجَ مِنْهَا​

‘রাসূলুল্লাহ (ﷺ) যখন কা‘বা ঘরে প্রবেশ করেন, বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সেজদার স্থান হতে অন্য দিকে ফেরাননি’ (সহীহ ইবনু হিব্বান, ৪/৩৩২ পৃ.; হাকেম ১/৬৫২ পৃ.)। ইমাম হাকেম মুস্তাদরাকে বর্ণনা করেন, হাদীসটি শাইখাইনের শর্ত অনুযায়ী বিশুদ্ধ (হাকিম, ১/৪৭৯ পৃ.)।

আল্লামা যাহাবী (রাহিমাহুল্লাহ) হাদীসটি বিশুদ্ধ হওয়ার বিষয়ে সহমত পোষণ করেন। আল্লামা আলবানী (রাহিমাহুল্লাহ) তাদের উভয়ের সাথে একমত পোষণ করেন (ইরওয়াউল গালীল, ২/৭৩ পৃ.)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top