Asking সালাতুল তাসবিহ নামাজের নিয়ত

সালাতুল তাসবিহ নামাজ একটি নামাজের নাম। এটি আমলে অতিরিক্ত নামাজ হিসেবে পড়া হয় এবং হোঁড়িতে ৪ রাকা'ত নামাজ হিসাবে অদায় করা হয়। যেহেতু এটি একটি নামাজ, এর নিয়ত পড়ার একটি নিশ্চিত নিয়ম নেই। তবে সাধারণত সালাতুল তাসবিহ নামাজের নিয়ত নিম্নোক্ত ভাবে পড়া হয়:

”নিয়ত করিলাম সালাতুল তাসবিহর জন্য এক্কী পিছে মাসজিদে-আ-যাল্লাহ।"

এখানে "নিয়ত করিলাম সালাতুল তাসবিহর জন্য" মানে হচ্ছে আমি সালাতুল তাসবিহ নামাজের জন্য নিয়ত করছি। "এক্কী পিছে মাসজিদে-আ-যাল্লাহ” মানে হচ্ছে অথবা সামনে মাসজিদে আসি।

যদি আপনি সালাতুল তাসবিহ নামাজ বাস্তবায়নের নিয়ত না জানেন অথবা সন্দেহ থাকে, তখন আপনি নিজের চাওয়ামত করে অন্যান্য নামাজের নিয়ত দিয়েও সালাতুল তাসবিহ নামাজ পড়তে পারবেন।

মনে রাখবেন, নামাজের সঠিকতা রক্ষার্থে ইয়াকাহ বই এবং আরবী বইসমূহ নির্দিষ্ট নির্দেশনাগুলি পালন করাটি জরুরী।
 
Similar threads Most view View more
Back
Top