সালাত সালাতরত ব্যাক্তির সামনে অপর ব্যক্তির সুতরা দেওয়ার বিধান।

Joined
Nov 17, 2023
Threads
404
Comments
519
Solutions
1
Reactions
12,526
‎সালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে যাওয়া বৈধ। যারা এটাকে অবৈধ বলে তাদের কাছে কোন দলিল নেই বরং এর বিপরীতে যারা এটাকে জায়েয বলেছেন তাদের কাছে এর দলীল বিদ্যমান। হাদীসে বর্ণিত হয়েছে:-
‎عَن عَائِشَة قَالَتْ: كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلِيَ وَإِذَا قَامَ بَسَطْتُهُمَا قَالَتْ: وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
‎"আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে ঘুমাতাম। আর আমার দু’ পা থাকতো তাঁর ক্বিবলা (কিবলা/কেবলা)র দিকে। তিনি যখন সিজদা্ (সিজদা/সেজদা) দিতেন আমাকে টোকা দিতেন। আমি আমার পা দু’টি গুটিয়ে নিতাম। তারপর তিনি দাঁড়িয়ে গেলে আমি আমার দু’ পা লম্বা করে দিতাম। ’আয়িশাহ্ (রাঃ) বলেন, সে সময় ঘরে আলো থাকতো না।" (বুখারী ৩৮২, মুসলিম ৫১২, নাসায়ী ১৬৮, আহমাদ ২৫১৪৮, সহীহ ইবনু হিব্বান ২৩৪২)।

‎উক্ত হাদীসের ভিতরে আমরা দেখতে পাই যে, আয়েশা রাদিআল্লাহু আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের সিজদার স্থানে বারবার তার পা লম্বা করতেন ও গুটিয়ে নিতেন। যখন একজন জীবন্ত মানুষের পা সালাতরত ব্যাক্তির সামনে দেওয়া বৈধ তখন একটা মরা কাঠ সালাতরত ব্যাক্তির সিজদার স্থানের বাহিরে সুতরা হিসেবে দেওয়া আরো বেশি করে বৈধ। এবং এর কোন নিষেধাজ্ঞা হাদীসে বর্ণিত হয়নি।

 
Back
Top