Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,588
- Thread Author
- #1
সন্তান জন্মের সপ্তম দিনেই তার আক্বীক্বা দেয়া সুন্নাত (আবূ দাঊদ, হা/২৮৩৫; তিরমিযী, হা/১৫১৬; নাসাঈ, হা/৪২১৮; মিশকাত, হা/৪২৫৩)।
মায়ের পেট থেকে জীবিত জন্মগ্রহণ করলে সপ্তম দিনেই তার আক্বীক্বা দিবে। যদিও সে জন্মের পরপরই মারা যায় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১১ তম খণ্ড, পৃ. ৪৪৪)।
শায়খ উছায়মীন বলেন, জন্মের সময় সন্তান যদি পূর্ণ আকৃতির নাও হয়, তবুও সপ্তম দিনে আক্বীক্বা দিতে হবে ও তার নাম রাখতে হবে (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২৫তম খণ্ড, পৃ. ২৩৯)।
মায়ের পেট থেকে জীবিত জন্মগ্রহণ করলে সপ্তম দিনেই তার আক্বীক্বা দিবে। যদিও সে জন্মের পরপরই মারা যায় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১১ তম খণ্ড, পৃ. ৪৪৪)।
শায়খ উছায়মীন বলেন, জন্মের সময় সন্তান যদি পূর্ণ আকৃতির নাও হয়, তবুও সপ্তম দিনে আক্বীক্বা দিতে হবে ও তার নাম রাখতে হবে (মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২৫তম খণ্ড, পৃ. ২৩৯)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: