নোটিশ সাউন্ড নোটিফিকেশন, রিয়েল টাইম আপডেট - ফোরাম ফিচার

Joined
Nov 29, 2022
Threads
35
Comments
237
Solutions
3
Reactions
2,531
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আমাদের ফোরামে সাউন্ড নোটিফিকেশন সহ অনলাইন অফলাইন ইনডিকেটর এবং রিয়েল টাইম চ্যাটিং, কমেন্টিং ফিচার সিস্টেম যুক্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

Online + Watching:Typing.webp

উপরের ছবিতে দেখুন - আপনি কারো সাথে চ্যাট করার সময় যদি তার প্রোফাইলের ছবির সাথে সবুজ গোলাকার বৃত্তটি দেখেন তাহলে বুঝে নিবেন, সে আর আপনি এক জায়গাতেই আছেন অনুরূপ কোনো পোষ্টের ক্ষেত্রেও কোনো পোস্টের কমেন্টে যদি এরকম দেখেন তখন বুঝতে হবে যে, উনিও একই পোস্ট দেখছেন আপনি যদি যখন সেখানে কিছু লিখতে থাকবেন তখন অন্যরা যদি সেখানেই অবস্থান করে তাহলে তারা Typing... (যেমনটা উপরের ছবির নিচের অংশে লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে) এই লিখা রিয়েল টাইমে দেখবে। এবং আপনার ম্যাসেজ বা কমেন্ট সাবমিট করার পর কোনো প্রকার রিলোড না দিয়েই আপনার কমেন্ট বা ম্যাসেজ দেখতে পাবে ইনশাআল্লাহ।

Online but not in this page.webp

এখানের এই ছবিতে দেখুন - যদি প্রোফাইলের ছবির সাথে লাল গোলাকার বৃত্তটি দেখেন তাহলে বুঝে নিবেন সে আর আপনি এক জায়গাতে নেই অনুরূপ যেকোনো পোষ্টের ক্ষেত্রেও, কোনো পোস্টের কমেন্টে যদি এরকম দেখেন তখন বুঝতে হবে যে, উনি এখন এই পোস্ট দেখছেনা বরং অন্যকিছু করছেন বা দেখছেন।

আর ছোট্ট করে গোলাকার সবুজ চিহ্নটি দ্বারা উনি অনলাইনে আছেন এটা বুঝায়। - এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ফোরামে কোনো মেম্বার ভিজিট করে বেরিয়ে যাওয়ার পর থেকে ৩০ মিনিটের মতো তাকে অনালাইনে দেখাবে। যেমনটা আমরা অনেকসময় ফেসবুকে দেখে থাকি অনলাইন থেকে বেরিয়ে গেলোও কিছুক্ষণ অনলাইনেই দেখায়।

নোটিফিকেশন বা কোনো ম্যাসেজ নেই তারপরও নোটিফিকেশন সাউন্ড আসছে?

এই বিষয়ে আমরা অবগত আছি যে অনেকসময় আপনার কোনো নোটিফিকেশন না থাকলে আপনি নোটিফিকেশন পাবেন এটার কারণ হচ্ছে আপনার পূর্বের কোনো একটা নোটিফিকেশন আমাদের সিস্টেমে আনরিড অবস্থায় আছে যার ফলে আপনাকে সাউন্ড নোটিফিকেশন পাঠাচ্ছে।

এর সমাধান কি?

সমাধান হচ্ছে আপনি আপনার নোটিফিকেশন প্যানেল ওপেন করে Mark Read এই লিখায় (যা নিচের ছবিতে দেখানো হয়েছে) ক্লিক করলেই নোটিফিকেশন না থাকলে আর সাউন্ড পাবেন না।
ভবিষ্যতে আবার নোটিফিকেশন না থাকার পরেও যদি সাউন্ড আসে তবে এই পদ্ধতিতেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।

Clear Notification Sound.webp

এছাড়াও কোনো কিছু বুঝতে অসুবিধে হলে কমেন্ট করে জানান।
জাযাকুমুল্লাহু খাইরান।

ফোরামের অন্যান্য নিয়ম ও নীতিমালা পড়ুন।

SalafiForum.com - ইলমের পথে সালাফদের সাথে।
 
ম্যাসেজ সিন করলে সেটা বুঝার উপায় নেই?
জি আছে - এখানের টিক মার্ক থাকা মানেই ম্যাসেজ সিন করা হয়েছে।

1683165283960.webp
 
Back
Top