সহীহুল বুখারীর উপর হানাফি ইমামের আক্রমণ

  • Thread starter Thread starter আব্দুল্লাহ বারী
  • Start date Start date
  • Tags Tags
    রদ্দ
  • Thread Author
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ​

আজকে যাকে নিয়ে আলোচনা হবে তিনি হলেন,

“জামাল উদ্দীন ইউসুফ বিন মুসা আল-মালতি আল-হানাফি” (মৃত্যু ৮০৩)

তৎকালিন হালাব এর বিচারপতি ছিলেন । পরবর্তিতে মিশরের কায়রোতে বসতি স্থাপন করেণ । তিনি তার অদ্ভূত ফতোয়া প্রদানের জন্যই খ্যাত ছিলেন ।

বহুকাল থেকেই বাতিল ফেরকার অনুসারিরা সহীহুল বুখারীর উপর আক্রমণ করে আসছে, কখনো হাদীসের সনদের উপর তো কখনো খোদ ইমাম বুখারী (রহঃ) এর উপর । এভাবেই চলে আসছে । তারা সহীহুল বুখারীকে অগ্রহণযোগ্য বলে প্রচার করতো, এর ভেতরে থাকা সব হাদীস সহীহ নয় এমন বকওয়াস দাবী করতো । তবে তারা এখনো এমন ভয়াবহ ফতোয়া আরোপ করেনি যতটা এই হানাফি আলেম করেছে । ফতোয়ার কিতাবে পাওয়া যায় তিনি বলেন,

 ​

“من نظر كتاب في البخاري تزندق”

“যে ব্যক্তি আল-বুখারীর কিতাব দেখে, সে জিন্দীক হয়ে যায়”

প্রমাণ :

Rufa-al-Asr.webp
zindiq-.webp
হাফিজ ইবনু হাজার আসকালানী, রাফউলআছার আন কুদা আল-মিছর, পৃষ্ঠা ৪৭৭, পয়েন্ট নং ২৫৯ (কায়রোর মাকতাবাতুল খানজি থেকে ১৪১৮ হিজরিতে প্রকাশিত)
সংযোজন : সেখানে “প্রায়সই” শব্দটি উল্লেখ ছিল।

Shadhrat-al-Dhahab-cov.webp
Shadhrat-1.webp
Shadhrat-2.webp

হাফিজ ইবনুল ইমাদ, শাদরাত আল-যাহাব ফি আখবার মান যাহাব, ৯:৬৪-৬৫, অন্য সংস্করণের ৭:৪০ ( দামেশ্ক এর দ্বার ইবনে কাছির থেকে ১৪০৬ হিজরিতে প্রকাশিত)
আল-দ্বা আল-লাম (১০:৩৩৫-৩৩৬)
ইনবাল-ঘুমার (৪:৩৪৬)
ধাইল আল-দুরার আল-কামিনাহ (১১৫-১১৫, নং ১৩৯)

এর চেয়ে কঠিন স্বরে সহীহুল বুখরীর উপর আর কে আক্রমণ করেছে ? জবাব যদি কোন হানাফির কাছে থাকে তাহলে সে যোন তা জানিয়ে যায় ।

মূল আর্টিকেল : SalafiRi.com
অনুবাদ : আব্দুল্লাহ বারী
[বিঃদ্রঃ সম্পাদনা করা হয়নি, তাই ভূল থাকাটা স্বাভবীক]
 
Last edited by a moderator:
Back
Top