সালাত সলাতের ইক্বামাত দেয়া হলে ফরয সলাত ছাড়া অন্য সলাতের নিয়্যাত করা যাবে না।

Joined
Jan 27, 2024
Threads
22
Comments
55
Reactions
252
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

সলাতের ইক্বামাত দেয়া হলে উক্ত ফরয সলাত ছাড়া অন্য কোন সলাত আদায় করা যাবে না। - (মুসলিমঃ ১৫৩১, সুনানে আবু দাউদঃ ১২৬৬, সুনানে আন-নাসায়ীঃ ৮৬৫, ৮৬৬, তিরমিজিঃ ৪২১, ইবনে মাজাহঃ ১১৫১, রিয়াদুস সলেহিনঃ ১৭৬৮, হাদিস সম্ভারঃ ৬১৯) হাদিসের মান: সহিহ হাদিস

নবী (ﷺ) বলেছেনঃ
সলাতের ইক্বামাত দেয়া হলে ফরয সলাত ছাড়া অন্য সলাতের নিয়্যাত করা যাবে না। - সহিহ মুসলিম, হাদিস নং ১৫২৯ (ই.ফা. ১৫১৪, ই.সে ১৫২৩) হাদিসের মান: সহিহ হাদিস

ফজর সালাতের ইকামত বলা হলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) এক ব্যক্তিকে দেখলেন সে সালাত আদায় করছে আর মুয়ায্‌যিন ইকামত বলছে।
তিনি তখন বললেনঃ তুমি কি ফজরের সালাত চার রাক’আত আদায় করছো? - (সুনানে আন-নাসায়ীঃ ৮৬৭, মুসলিমঃ ১৫৩৫) হাদিসের মান: সহিহ হাদিস

রসূলুল্লাহ (ﷺ) সালাতরত এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন ফজরের সলাতের ইকামাত হয়ে গেছে। তিনি তাকে কী যেন বললেন যা আমি বুঝে উঠতে পারিনি। সে সালাত শেষ করলে আমরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (ﷺ) তোমাকে কি বলেছেন? লোকটি বললো, তিনি আমাকে বললেনঃ অচিরেই তোমাদের কেউ ফজরে চার রাকআত (ফরয) পড়বে। - (সুনানে ইবনে মাজাহঃ ১১৫৩, বুখারীঃ ৬৬৩, মুসলিমঃ ১৫৩৪, নাসায়ীঃ ৮৬৭, আদ দারেমীঃ ১৪৪৯) হাদিসের মান: সহিহ হাদিস

জনৈক ব্যক্তি মাসজিদে আসল। রসূলুল্লাহ্‌ (ﷺ) সে সময় ফাজ্‌রের সলাত আদায় করেছিলেন। লোকটি মাসজিদের এক পাশে গিয়ে দু’ রাক‘আত সলাত আদায় করে রসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সাথে সলাতে শামিল হল। রসূলুল্লাহ্‌ (ﷺ) সালাম ফেরার পর তাকে লক্ষ্য করে বললেনঃ হে অমুক! তুমি কোন্‌ দু’ রাক‘আত সলাতকে ফরয সলাতরূপে গণ্য করলে?

একাকী যে দু’রাক‘আত আদায় করলে সে দু’রাক‘আতকে, না আমাদের সাথে যে দু’ রাক‘আত আদায় করলে সে দু’ রাক‘আতকে? - (সহিহ মুসলিমঃ ১৫৩৬, ইবনে মাজাহঃ ১১৫২, নাসায়ীঃ ৮৬৮, আবু দাউদঃ ১২৬৫) হাদিসের মান: সহিহ হাদিস

ফজরের দু'রাকআত সুন্নত সলাত, জামাতের পরেও আদায় করা যায়

মুহাম্মাদ ইবনু ইবরাহীম হতে তাঁর দাদা ক্কাইস (রাঃ) থেকে বর্ণিত, তিনি (ক্কাইস) বলেন, সূলুরাল্লাহ (ﷺ) নিজের ঘর হতে বেরিয়ে আসলেন, অতঃপর নামাযের ইক্কামাত দেওয়া হল। আমি তাঁর সাথে নামায আদায় করলাম। নামায হতে অবসর হয়ে তিনি আমাকে নামাযরত অবস্থায় দেখলেন।
তিনি বললেনঃ হে ক্কাইস, থামো! তুমি কি দুই নামায একত্রে আদায় করছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ফজরের দুই রাক’আত (সুন্নাত) আদায় করতে পারিনি। নবী (ﷺ) বললেনঃ তাহলে কোন দোষ নেই (পড়ে নাও)। - জামে' আত-তিরমিজিঃ ৪২২, ইবনে মাজাহঃ ১১৫৪, আবূ দাঊদঃ ১২৬৭, আহমাদ ২৩২৪৮।
 
Last edited by a moderator:
pc/মোবাইল/মেমোরি থেকে ভিডিও আপলােড করা যায় না কেনো?
⛔ 🔹 ▬▬▬▬◆◈◆ ▬▬▬▬ ◐◯◑ 🛑 💠 ❂ এসব ধরনের যতো সিম্বল আছে সব সিম্বল এভোয়েড করুন। এবং রেফারেন্সে বোল্ড বা ইটালীক ফন্ট ব্যাবহার না করে মূল লেখা থেকে রেফারেন্সের ফন্ট সাইজ ছোট করে দিন।

এছাড়ো অহেতুক কোটেশন মার্ক ব্যবহার থেকে বিরত থাকুন।
কোটেশন মার্ক
 
Similar threads Most view View more
Back
Top