- Views: 41
- Replies: 1
ইমাম বাগাবী (রাহিমাহুল্লাহ) বলেন :
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) অসুস্থাবস্থায় কাঁদলেন। তাঁকে তাঁর কাঁদার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এই দুনিয়ার জন্য ক্রন্দন করছিনা। বরং আমি আমার মৃত্যু পরবর্তী সফরের যৎসামান্য ‘পাথেয়’-এর ভয়ে কাঁদছি। নিশ্চয়ই আমি জান্নাত বা জাহান্নামের কঠিন পথ অতিক্রমের দুঃশ্চিন্তায় সন্ধ্যা করি। আমি জানি না, আমাকে জান্নাত বা জাহান্নামের কোথায় নেওয়া হবে?
– শারহুস সুন্নাহ, ১৪/৩৭৩ পৃঃ
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) অসুস্থাবস্থায় কাঁদলেন। তাঁকে তাঁর কাঁদার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এই দুনিয়ার জন্য ক্রন্দন করছিনা। বরং আমি আমার মৃত্যু পরবর্তী সফরের যৎসামান্য ‘পাথেয়’-এর ভয়ে কাঁদছি। নিশ্চয়ই আমি জান্নাত বা জাহান্নামের কঠিন পথ অতিক্রমের দুঃশ্চিন্তায় সন্ধ্যা করি। আমি জানি না, আমাকে জান্নাত বা জাহান্নামের কোথায় নেওয়া হবে?
– শারহুস সুন্নাহ, ১৪/৩৭৩ পৃঃ