প্রশ্নোত্তর সব ইবাদতের জবাব আল্লাহ কেন দেননা?

FORUM BOT

Doing Automated Jobs

Joined
Nov 1, 2022
Threads
4,852
Comments
4,360
Solutions
1
Reactions
62,880
প্রশ্ন:-সব ইবাদতের জবাব আল্লাহ কেন দেননা?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌।


এর জবাব পবিত্র কুরআনে আছে -


‘‘তামাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তূত: আল্লাহ্ই জানেন, তোমরা জান না।’’ সুরা বাকারা-২, আয়াত-২১৬


সামনে কি ঘটবে তা আমরা জানিনা, আল্লাহ জানেন-


ধরুন একজন ধার্মিক ব্যক্তি আল্লাহর নিকট প্রার্থনা করলেন মোটর সাইকেলের জন্য কিন্তু তিনি তা পেলেননা। কারন আল্লাহ ভাল জানেন হয়তোবা যদি তিনি মোটর সাইকেল চালাতেন তবে তিনি দূর্ঘটনায় পতিত হতেন। যেমন পবিত্র কুরআনে উপরোক্ত আয়াতে বলা হয়েছে।


আরেকটা সুচিন্তিত উদাহরন-


একজন ব্যক্তি যিনি লন্ডনের উদ্দেশ্যে তারাহুরো করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওণা করলেন কারন যদি তিনি লন্ডনে সঠিক সময়ে পৌঁছে ব্যবসায়ের চুক্তিটি সম্পাদন করতে পারেন তবে তারঁ কয়েক কোটি টাকা আয় হবে। কিন্তু যানজটের কারনে তিনি সময়মতো এয়ারর্পোটে পৌছাঁতে পারলেননা এবং বিমান চলে গেল। এবং তিনি অত্যন্ত দুঃখ করে বললেন এটা আমার জীবনের সবচাইতে খারাপ সময়। ঘরে ফিরে যাবার সময় তিনি কারের রেডিওতে লেটেষ্ট খবর শুনলেন যে বিমানে করে তারঁ লন্ডন যাবার কথা ছিল সেটি দূর্ঘটনায় পতিত হয়েছে ও সবাই মারা গেছে। এবং তিনি খুশির সাথে বললেন আজকের দিনটা সবচাইতে খুশির দিন।


কিছুক্ষন আগেই তিনি আক্ষেপ করছিলেন ট্রাফিক জ্যামের কারনে কোটি টাকা হাতছাড়া হয়ে গেল কিন্তু কিছু সময় তিনি ট্রাফিক জ্যামকেই ধন্যবাদ জানালেন ফ্লাইট মিস করানোর জন্য। এজন্য আল্লাহ বলেন- আল্লাহ্ই জানেন, তোমরা জান না। আপনার কোটি টাকা অর্জনের চাইতেও আল্লাহর কাছে আপনার জান বাচানোঁ যুক্তিযুক্ত মনে হয়েছে তাই তিনি আপনার ফ্লাইট মিস করিয়েছেন। এজন্য আপাতঃদৃষ্টিতে ভুল ধারনা করে মানুষ যে-আল্লাহ অনেকসময় প্রার্থনা কবুল করেননা। আল্লাহ বলেন সুরা শুআরা-৪২, আয়াত-২৭-


‘‘ যদি আল্লাহ্ তাঁর সকল বান্দাকে প্রচুর রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তূ তিনি যে পরিমাণ ইচছা সে পরিমাণ নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বামদাদের খবর রাখেন ও সবকিছু দেখেন। ’’


আল্লাহ আরো বলেন -


‘‘ আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তূত: আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। ’’ সুরা বাকারা-২, আয়াত-১৮৬


এবং -


‘‘ তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। ’’ সুরা মুমিন-৪০, আয়াত-৬০


আল্লাহ তার প্রার্থনা কবুল না করে তার প্রর্থনার জবাব দিয়েছেন


অনেকে মনে করেন তার প্রর্থনা কবুল হয়নি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তার প্রার্থনা কবুল না করে তার প্রর্থনার জবাব দিয়েছেন। কারন তিনি ভাল জানেন আপনার জন্য কোনটি ভাল বা মন্দ। অনেকে ভুল সৃষ্টিকর্তার প্রার্থনা করে কিন্তু তাদের সম্পদের অভাব নেই আল্লাহ জানেন তাদের সম্পদ তিনি দিয়েছেন আসলে তাদের তা উপকারের চাইতেও অপকার হবে বেশি মৃত্যুর পরবর্তী জীবনে। একজন সত্যিকার বিস্বাসী সে ধনী বা গরীব হোক সে বলবে আলহামদুলিল্লাহ। কারন তার নিশানা থাকবে আখিরাতের দিকে।


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 
Similar threads Most view View more
Back
Top