আলি (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সবর (ধৈর্য) তিন প্রকার :
১. মুসিবতে সবর
২. ইবাদতে সবর
৩. নাফরমানি ত্যাগে সবর
যে ব্যক্তি মুসিবতে সবর করে নিজেকে প্রবোধ দেয় এবং সুন্দরভাবে কষ্টের দিনগুলো পার করে, আল্লাহ তাকে তিনশ মর্যাদা দান করেন। যে ব্যক্তি ইবাদতের কষ্টে সবর করে, তার আমলনামায় সাতশ মর্যাদা লিপিবদ্ধ করা হয়। আর যে বান্দা নাফরমানিরি ত্যাগের কষ্টে সবর করে, তার জন্য নয়শ মর্যাদা লেখা হয়।’
– উদ্দাতুস সাবিরিন, পৃষ্ঠা : ৯৭
– সবর: মুমিনের সাফল্যের সোপান, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
১. মুসিবতে সবর
২. ইবাদতে সবর
৩. নাফরমানি ত্যাগে সবর
যে ব্যক্তি মুসিবতে সবর করে নিজেকে প্রবোধ দেয় এবং সুন্দরভাবে কষ্টের দিনগুলো পার করে, আল্লাহ তাকে তিনশ মর্যাদা দান করেন। যে ব্যক্তি ইবাদতের কষ্টে সবর করে, তার আমলনামায় সাতশ মর্যাদা লিপিবদ্ধ করা হয়। আর যে বান্দা নাফরমানিরি ত্যাগের কষ্টে সবর করে, তার জন্য নয়শ মর্যাদা লেখা হয়।’
– উদ্দাতুস সাবিরিন, পৃষ্ঠা : ৯৭
– সবর: মুমিনের সাফল্যের সোপান, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন