প্রবন্ধ সঙ্কীর্ণ জীবন | কুফুরীর পরিণাম

Abu Umar

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
666
Comments
1,234
Solutions
17
Reactions
7,690
আল্লাহ মানুষকে সৃষ্টি করেন এবং পৃথিবীর সব কিছুকে তার অনুগত করে দেন। আর তিনি প্রত্যেকটি মাখলুককে তার অংশ তথা রিযিক ও বয়স বন্টন করে দেন। তাইতো আপনি দেখতে পান, পাখি তার রিযিকের খোঁজে সকাল বেলা বাসা হতে বেরিয়ে যায় এবং রুযী আহরণ করে। এডালে ওডালে ছুটাছুটি করে এবং মিষ্টিসূরে গান গায়। আর মানুষও এক সৃষ্টজীব যাদের রিযিক ও বয়স বন্টন করা হয়েছে। সুতরাং সে যদি তার প্রভুর উপর ঈমান আনে এবং তাঁর শরীয়তের উপর অটল থাকে, তাহলে তিনি তাকে সুখ ও প্রশান্তি দান করবেন এবং তার যাবতীয় কাজকে সহজ করে দেবেন। যদিও তা জীবন গড়ার সামান্য কিছু হোক না কেন।

পক্ষান্তরে সে যদি তার প্রভুর সাথে কুফুরি করে এবং তাঁর ইবাদত করা হতে অহঙ্কার প্রদর্শন করে, তাহলে তিনি তার জীবনকে কঠিন ও সঙ্কীর্ণ করে দেবেন এবং তার উপর চিন্তা ও বিষণ্ণতা একত্রিত জড়িয়ে দেবেন। যদিও সে আরাম-আয়েশের সকল উপকরণ এবং ভোগ সামগ্রীর বিভিন্ন প্রকার জিনিসের মালিক হয় না কেন ।

আপনি কি ঐ সমস্ত দেশে আত্মহত্যাকারীর আধিক্য লক্ষ্য করেননি, যারা তাদের জনগণের বিলাসিতার সমস্ত উপকরণের দায়িত্ব নিয়েছে? এবং তাদের পার্থিব জীবনের দ্বারা আনন্দ উপভোগ করার জন্য আপনি কি বিভিন্ন ধরণের অভিজাত আসবাবপত্র ও চিত্য বিনোদনের ভ্রমণের ক্ষেত্রে অপচয় লক্ষ্য করেননি? আর এ ব্যাপারে অপচয়ের দিকে যে জিনিসটি ধাবিত করে তা হলো— ঈমান বা বিশ্বাস শূণ্য অন্তর, সঙ্কীর্ণতা অনুভব এবং এ সব সঙ্কীর্ণতাকে পরিবর্তনকারী ও নতুন কোন ব্যবস্থার মাধ্যমে এই মনঃকষ্টকে দূর করার প্রচেষ্টা করা।

আর আল্লাহ তা'য়ালা তো সত্যই বলেছেন, তিনি এরশাদ করেন "যে আমার স্মরণ হতে বিমুখ তার জীবন- যাপন হবে সঙ্কুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করবো অন্ধ অবস্থায়।" (সূরা ত্বা-হা ২০:১২৪)
 
Similar threads Most view View more
Back
Top