সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য শারফু আছহাবিল হাদীছ | পরিচ্ছেদ : ৫

Threads
19
Comments
29
Reactions
329
Credits
139
বিঃদ্রঃ এই পরিচ্ছেদের প্রত্যকটি হাদীস জাল!

২৪.আনাস (রাদিঃ) বলেন, নবীজি (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য এই দ্বীনের বিষয়ে চল্লিশটি হাদীস মুখস্থ করেছে, আল্লাহ তাকে কিয়ামতের দিন একজন ফকীহ ও আলেম হিসাবে পুনরুত্থিত করবেন।” [১]

২৫.আনাস ইবনে মালিক (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“যদি কেউ হালাল ও হারামের জ্ঞান সম্পর্কে চল্লিশটি হাদিস মুখস্ত করে, তাহলে আল্লাহ তাকে একজন ফিকহ এবং আলেম হিসেবে লিপিবদ্ধ করবেন।” [২]

২৬.ইবনে আব্বাস (রাদিঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য সুন্নাহ সম্পর্কিত চল্লিশটি হাদিস মুখস্থ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হবো। ” [৩]

২৭.আব্দুল্লাহ (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য চল্লিশটি হাদিস মুখস্ত করবে, আল্লাহ তার দ্বারা বাঁকি লোকদের উপকৃত করবেন। আর তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো।” [৪]

কিতাব : শারফু আছহাবিল হাদীছ
লেখক : খতিব আল বাগদাদী (রহঃ)
অনুবাদ এবং সম্পাদনা : আব্দুল্লাহ বারী​


[১] বানোয়াট/জাল
[২] বানোয়াট/জাল
[৩] বানোয়াট/জাল
[৪] বানোয়াট/জাল
 
COMMENTS ARE BELOW
Threads
19
Comments
29
Reactions
329
Credits
139
এসব জাল হাদিস দিয়ে আহলূল হাদিসদের মর্যাদা ট্যাগের কারনে উল্টো খারাপ হয়ে যাচ্ছে নাতো?

আস্সালামু আলাইকুম ।

আপনি আগে সম্পূর্ণ কিতাবটা পরূণ । তারপর এমন মন্তব্য করবেন । কিতবটা সাজানোই এভাবে । যতই টানা ১০ টা হাদীস জাল হোক না কেন, কিতাব শেষ করার পর বুঝতে পারবেন কেন ওই জাল হাদীসগুলো সেখানে দেয়া ছিলো ।
 

Shadab Bhuyia

New member

Threads
0
Comments
4
Reactions
4
Credits
1,258
আস্সালামু আলাইকুম ।

আপনি আগে সম্পূর্ণ কিতাবটা পরূণ । তারপর এমন মন্তব্য করবেন । কিতবটা সাজানোই এভাবে । যতই টানা ১০ টা হাদীস জাল হোক না কেন, কিতাব শেষ করার পর বুঝতে পারবেন কেন ওই জাল হাদীসগুলো সেখানে দেয়া ছিলো ।

তাহলে আপনার প্রতিটি পোষ্টের নিচে কথাটা উল্ল্যেখ করে দিন নয়তো অনেকেই ভুল বুঝবে।
 
Top