অন্যান্য শারফু আছহাবিল হাদীছ | পরিচ্ছেদ : ৫

আব্দুল্লাহ বারী

Guest
বিঃদ্রঃ এই পরিচ্ছেদের প্রত্যকটি হাদীস জাল!

২৪.আনাস (রাদিঃ) বলেন, নবীজি (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য এই দ্বীনের বিষয়ে চল্লিশটি হাদীস মুখস্থ করেছে, আল্লাহ তাকে কিয়ামতের দিন একজন ফকীহ ও আলেম হিসাবে পুনরুত্থিত করবেন।” [১]

২৫.আনাস ইবনে মালিক (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“যদি কেউ হালাল ও হারামের জ্ঞান সম্পর্কে চল্লিশটি হাদিস মুখস্ত করে, তাহলে আল্লাহ তাকে একজন ফিকহ এবং আলেম হিসেবে লিপিবদ্ধ করবেন।” [২]

২৬.ইবনে আব্বাস (রাদিঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য সুন্নাহ সম্পর্কিত চল্লিশটি হাদিস মুখস্থ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হবো। ” [৩]

২৭.আব্দুল্লাহ (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি আমার উম্মতের জন্য চল্লিশটি হাদিস মুখস্ত করবে, আল্লাহ তার দ্বারা বাঁকি লোকদের উপকৃত করবেন। আর তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো।” [৪]

কিতাব : শারফু আছহাবিল হাদীছ
লেখক : খতিব আল বাগদাদী (রহঃ)
অনুবাদ এবং সম্পাদনা : আব্দুল্লাহ বারী​


[১] বানোয়াট/জাল
[২] বানোয়াট/জাল
[৩] বানোয়াট/জাল
[৪] বানোয়াট/জাল
 
এসব জাল হাদিস দিয়ে আহলূল হাদিসদের মর্যাদা ট্যাগের কারনে উল্টো খারাপ হয়ে যাচ্ছে নাতো?

আস্সালামু আলাইকুম ।

আপনি আগে সম্পূর্ণ কিতাবটা পরূণ । তারপর এমন মন্তব্য করবেন । কিতবটা সাজানোই এভাবে । যতই টানা ১০ টা হাদীস জাল হোক না কেন, কিতাব শেষ করার পর বুঝতে পারবেন কেন ওই জাল হাদীসগুলো সেখানে দেয়া ছিলো ।
 
আস্সালামু আলাইকুম ।

আপনি আগে সম্পূর্ণ কিতাবটা পরূণ । তারপর এমন মন্তব্য করবেন । কিতবটা সাজানোই এভাবে । যতই টানা ১০ টা হাদীস জাল হোক না কেন, কিতাব শেষ করার পর বুঝতে পারবেন কেন ওই জাল হাদীসগুলো সেখানে দেয়া ছিলো ।

তাহলে আপনার প্রতিটি পোষ্টের নিচে কথাটা উল্ল্যেখ করে দিন নয়তো অনেকেই ভুল বুঝবে।
 
Similar threads Most view View more
Back
Top