সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আব্দুল্লাহ বারী

অন্যান্য শারফু আছহাবিল হাদীছ | পরিচ্ছেদ : ৪

Threads
19
Comments
29
Reactions
328
Credits
128
১৯.বাকিয়্যাহ, আবু দাউদ, জায়িদ ইবনে সাবিত। তারা নবীজির (সাঃ) থেকে বর্ণনা করেণ, তিনি (সাঃ) বলেছেন,

“আল্লাহ তাকে চিরউজ্জ্বল করে রাখবেন, যে ব্যক্তি আমার নিকট হতে হাদীস শুনে তা মুখস্থ রাখলো এবং অন্যের নিকটও তা পৌছে দিলো। জ্ঞানের অনেক বাহক তার চেয়ে অধিক সমঝদার লোকের নিকট তা বহন করে নিয়ে যায়; যদিও জ্ঞানের বহু বাহক নিজেরা জ্ঞানী নয়।” [১]

২০.মুহাম্মাদ ইবনে জুবায়ের ইবনে মুত'ইম তার পিতার থেকে বর্ণনা করেণ যে তার পিতা বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি,

“আল্লাহ তা‘আলা সেই ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে, তারপর তা সঠিক ভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে। এমন অনেক লোক আছে, যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। আর অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরাই জ্ঞানী নয়।” [২]

২১.আবু বকর মুহাম্মাদ ইবনে ইব্রাহিম ইবনে আল মুকরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিঃ)। তারা বর্ণনা করেণ, নবীজি (সাঃ) বলেছেন,

“আল্লাহ তা‘আলা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে এবং যে ভাবে শুনেছে সেভাবেই অন্যের নিকট তা (জ্ঞান) পৌঁছে দিয়েছে। এমন অনেক ব্যক্তি আছে যার নিকট ‘ইল্‌ম পৌঁছানো হয় তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয়জ্ঞমকারী হয়ে থাকেন।” [৩]

২২.আমি (লেখক) কোন একজনের কাছ থেকে শুনেছি। তিনি বলেন যে, আব্দুল ঘানি ইবনে সাঈদ আল মিসরি আল হাফিজ বলেছেন,

“এই বিষয়ে সবচেয়ে সহীহ হাদীসটি উবাইদাহ ইবনে আল আসওয়াদ থেকে বর্ণিত” [৪]

২৩.সুফিয়ান ইবনে উয়ায়নাহ (রহঃ) বলেন,

“এমন কোন হাদিস অন্বেষণকারী নেই, যার চেহারায় কোন নূর নেই; এটি নবীজির (সাঃ) এই দোয়ার উপর ভিত্তি করে : আল্লাহ এমন ব্যক্তিকে উজ্জ্বল করুন, যে আমাদের কাছ থেকে কিছু শোনে এবং অন্যদের কাছে তা পৌঁছে দেয়।” [৫]

কিতাব : শারফু আছহাবিল হাদীছ
লেখক : খতিব আল বাগদাদী (রহঃ)
অনুবাদ এবং সম্পাদনা : আব্দুল্লাহ বারী​


[১] সনদ সহীহ । মুসনাদে ইমাম আহমাদ ৫/১৮৩
[২] অত্যন্ত দূর্বল । মুসনাদে ইমাম আহমাদ ৪/৮২
[৩] সনদ হাসান সহীহ । মুসনাদে ইমাম আহমাদ ১/৪৩৭
[৪] মুনকাতি
[৫] সনদ দূর্বল
 
Top