সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আব্দুল্লাহ বারী

অন্যান্য শারফু আছহাবিল হাদীছ | পরিচ্ছেদ : ২

Threads
19
Comments
29
Reactions
327
Credits
137
১২.ইবনে নুমায়ের আব্দুল্লাহ, মুহাম্মাদ ইবনে আল কাসিম আল আসাদি, আবু আসিম, আবু ইসহাক আল ফাজারি। ইনারা সকলেই আল আওযাঈ থেকে বর্ণনা করেন। এবং মুহাম্মাদ ইবনে মুসআদ, ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেণ নবীজি (সাঃ) হতে যে, তিনি (সাঃ) বলেছেন,

“আমার থেকে শোনা কথা বর্ণনা করবে। যদিও সেটা কুরআনের মাত্র একটি আয়াতও হয়। বনী ইসরাঈলের নিকট শোনা কথা বর্ণনা করতে পারো, এতে কোন অসুবিধা নেই। আর যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার উপর মিথ্যারোপ করবে ,সে যেন জাহান্নামে তার ঠিকানা খূঁজে নেয়।” [১]

এবং তাদের থেকে বর্ণীত হাদীসের বাক্য ও শব্দ একই (কোন পার্থক্য নেই)।

আবু বকর বলেন,
“এবং এর সনদটি : আব্দুল রহৃমান ইবনে সাবিত ইবনে ছাওবান » হাসান ইবনে আতিয়্যাহ।”

১৩.আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেন, নবীজি (সাঃ) বলেছেন ,

“আমার থেকে শোনা কথা বর্ণনা করবে। যদিও সেটা কুরআনের মাত্র ১ টি আয়াতও হয়। বনী ইসরাঈলের নিকট শোনা কথা বর্ণনা করতে পারো, এতে কোন অসুবিধা নেই। আর যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার উপর মিথ্যারোপ করবে ,সে যেন জাহান্নামে তার ঠিকানা খূঁজে নেয়।” [২]

১৪.হুরায়ারা (রাদিঃ) বর্ণনা করেণ যে, নবীজি (সাঃ) বলেছেন,
“বনী ইসরাঈলের নিকট শোনা কথা বর্ণনা করতে পারো, এতে কোন অসুবিধা নেই। আমার থেকে শোনা কথাও বর্ণনা করবে, কিন্তু আমার নামে মিথ্যা বলো না।” [৩]

কিতাব : শারফু আছহাবিল হাদীছ
লেখক : খতিব আল বাগদাদী (রহঃ)
অনুবাদ এবং সম্পাদনা : আব্দুল্লাহ বারী​


[১] মুতাওয়াতির সূত্রে সহীহ । মুসনাদ ইমাম আহমাদ ২/১৫৯,২০২,২১৪
[২] সনদ দূর্বল হলেও হাদীসটি সহীহ
[৩] সনদ হাসান সহীহ । মুসনাদ ইমাম আহমাদ ২/৪৭৪,৫০২
 
Threads
19
Comments
29
Reactions
327
Credits
137
bhaiya ei boi ti ki ber hoyeche ?
Sultan Qadir
আস্সালামু আলাইকুম

না । তবে আমি শুনেছি একটা প্রকাশনি অনুবাদ হাতে নিয়েছে এবং তারা প্রকাশও করবে । তবে তাদের এই খবর জানার আগেই আমি আমার অনুবাদ করে ফেলেছি । তাই আমার কাজগুলে এভাবে পোস্ট আকারে দিচ্ছি, নাহলে আমিই হয়তো প্রকাশ করার চেষ্টা করতাম ।

আপনি ধৈর্য্য ধরেণ হয়তো তারা এবছর অথবা পরের পছর প্রকাশ করেই ফেলবে । ইংশাল্লাহ ।
 

Sultan Qadir

Member

Threads
0
Comments
9
Reactions
9
Credits
118
আস্সালামু আলাইকুম

না । তবে আমি শুনেছি একটা প্রকাশনি অনুবাদ হাতে নিয়েছে এবং তারা প্রকাশও করবে । তবে তাদের এই খবর জানার আগেই আমি আমার অনুবাদ করে ফেলেছি । তাই আমার কাজগুলে এভাবে পোস্ট আকারে দিচ্ছি, নাহলে আমিই হয়তো প্রকাশ করার চেষ্টা করতাম ।

আপনি ধৈর্য্য ধরেণ হয়তো তারা এবছর অথবা পরের পছর প্রকাশ করেই ফেলবে । ইংশাল্লাহ ।
Abdullah Bariinsha-allah
 
Top