If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
রামাযানের আগের মাস হিসাবে শা'বান মাসের প্রধান করণীয় হ'ল, অধিকহারে সিয়াম পালন করা।
যেমন হাদীসে এসেছে,
মোটকথা শা'বান মাসে অধিক হারে নফল সিয়াম পালন করা সুন্নাত। সহীহ দলীল ব্যতীত কোন দিন বা রাতকে সিয়াম ও ইবাদতের জন্য নির্দিষ্ট করা সুন্নাতের বরখেলাফ। অবশ্য যারা প্রতি সোম ও বৃহস্পতিবারে কিংবা মধ্য মাসে আইয়ামে বীয-এর তিন দিন নফল সিয়ামে অভ্যস্ত, তারা ১৩, ১৪ ও ১৫ই ৪শা'বানে উক্ত নিয়তেই সিয়াম পালন করবেন, শবেবরাতের নিয়তে নয়। নিয়তের গোলমাল হ'লে কেবল কষ্ট করাই সার হবে। কেননা বিদ'আতী কোন আমল আল্লাহপাক কবুল করেন না এবং সকল প্রকার বিদ'আতই ভ্রষ্টতা ও প্রত্যাখ্যাত। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিজ নিজ আমল সমূহ পরিশুদ্ধ করে নেওয়ার তাওফীক দান করুন- আমীন !
১. বুখারী হা/১৯৬৯; মুসলিম হা/১১৫৬; মিশকাত হা/২০৩৬।
২. আবুদাউদ হা/২৩৩৭; তিরমিযী হা/৭৩৮; ইবনু মাজাহ হা/১৬৫১; মিশকাত হা/১৯৭৪।
৩. বুখারী হা/১৯১৪, ১৯৮৩; মুসলিম হা/ ১০৮২, ১১৬১; মিশকাত হা/১৯৭৩, ২০৩৮।
৪. নাসাঈ হা/২৪২২; তিরমিযী হা/৭৬১; মিশকাত হা/২০৫৭।
যেমন হাদীসে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ... وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ مِنْهُ صِيَامًا فِي شَعْبَانَ - وَفِي رِوَايَةٍ عَنْهَا : كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلاً مُتَّفَقٌ عَلَيْهِ
‘হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে রামাযান ব্যতীত অন্য কোন মাসে শা'বানের ন্যায় এত অধিক সিয়াম পালন করতে দেখিনি'। তাঁর থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ﷺ) শা'বানের শেষের দিকে মাত্র কয়েক দিন সিয়াম পরিত্যাগ করতেন।১ অবশ্য যারা শা'বানের প্রথম থেকে নিয়মিত সিয়াম পালন করেন, তাদের জন্য শেষের পনের দিন সিয়াম পালন করা উচিত নয়। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, إذا نتصف شعبان فلا تصوموا 'মধ্য শা'বানের পর তোমরা আর সিয়াম রেখ না'।২ অবশ্য যদি কেউ অভ্যস্ত হন বা মানত করে থাকেন, তারা শেষের দিকেও সিয়াম পালন করবেন। ৩মোটকথা শা'বান মাসে অধিক হারে নফল সিয়াম পালন করা সুন্নাত। সহীহ দলীল ব্যতীত কোন দিন বা রাতকে সিয়াম ও ইবাদতের জন্য নির্দিষ্ট করা সুন্নাতের বরখেলাফ। অবশ্য যারা প্রতি সোম ও বৃহস্পতিবারে কিংবা মধ্য মাসে আইয়ামে বীয-এর তিন দিন নফল সিয়ামে অভ্যস্ত, তারা ১৩, ১৪ ও ১৫ই ৪শা'বানে উক্ত নিয়তেই সিয়াম পালন করবেন, শবেবরাতের নিয়তে নয়। নিয়তের গোলমাল হ'লে কেবল কষ্ট করাই সার হবে। কেননা বিদ'আতী কোন আমল আল্লাহপাক কবুল করেন না এবং সকল প্রকার বিদ'আতই ভ্রষ্টতা ও প্রত্যাখ্যাত। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিজ নিজ আমল সমূহ পরিশুদ্ধ করে নেওয়ার তাওফীক দান করুন- আমীন !
১. বুখারী হা/১৯৬৯; মুসলিম হা/১১৫৬; মিশকাত হা/২০৩৬।
২. আবুদাউদ হা/২৩৩৭; তিরমিযী হা/৭৩৮; ইবনু মাজাহ হা/১৬৫১; মিশকাত হা/১৯৭৪।
৩. বুখারী হা/১৯১৪, ১৯৮৩; মুসলিম হা/ ১০৮২, ১১৬১; মিশকাত হা/১৯৭৩, ২০৩৮।
৪. নাসাঈ হা/২৪২২; তিরমিযী হা/৭৬১; মিশকাত হা/২০৫৭।
Last edited: