শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম ও ফজিলত

FORUM BOT

Doing Automated Jobs

Joined
Nov 1, 2022
Threads
4,849
Comments
4,360
Solutions
1
Reactions
71,905
বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম ও ফজিলত।

শাওয়াল মাসের রোজার ফজিলত​


আবূ আইয়ুব (রাঃ) থেকে বর্ণিত: রসূলূল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সিয়াম রাখবে, তা যেন সারা বছর সিয়াম রাখার সমতুল্য। (ইবনে মাজাহ ১৭১৬)

শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম​


শাওয়ালের ৬টি রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে। কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের ৬ রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি।

এক কথায় শাওয়াল মাসের যেকোনো সময় এই রোজা আদায় করা যায়। ধারাবাহিকভাবে বা মাঝেমধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়।

শাওয়াল মাসের রোজার নিয়ত​


সাধারণ নফল রোজার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তারপর নিয়ত করলেও চলে, কিন্তু শাওয়াল মাসের ছয়টি রোজা বিশেষ ধরনের নফল রোজা; তাই এই রোজার জন্য নিয়ত সাহরির সময়ের মধ্যেই করা উত্তম। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহরি না খেতে পারলেও রোজা হবে।

শাওয়াল মাসের ছয় রোজা আগে নাকি কাযা রোজা আগে​


রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যেকোনো সময় আদায় করা যাবে। রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ। সুতরাং ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন। তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করাই উত্তম। (ফাতাওয়া ইসলামিয়্যাহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৬৬)। হজরত আয়েশা (রা.) বলেন, ‘আমার ওপর রমজানের যে কাজা রোজা বাকি থাকত; তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না।’ (বুখারি: ১৯৫০; মুসলিম: ১১৪৬)।

শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম ও ফজিলত​


শাওয়াল মাসের রোজা, শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত, শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম, শাওয়াল মাসের রোজার ফজিলত, শাওয়াল মাসের ফজিলত ও আমল, শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত, শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস, শাওয়ালের রোজা, শাওয়ালের ছয় রোজার ফজিলত, শাওয়াল মাসের রোজা রাখার নিয়ত, শাওয়ালের রোজার ফজিলত, শাওয়ালের ছয় রোজা, শাওয়াল মাসের ৬ রোজা রাখার নিয়ম, শাওয়াল মাসের রোজা কখন রাখতে হয়, শাওয়াল মাসের ৬ রোজার নিয়ত, শাওয়াল মাসের 6 রোজা, শাওয়ালের ৬ রোজার ফজিলত, ছয় রোজার ফজিলত, ছয় রোজা রাখার নিয়ম, শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত, শাওয়ালের ছয় রোজার ফজিলত, শাওয়ালের ছয় রোজা, ছয় রোজার নিয়ত, sawal maser 6 roja, shawwal fasting, shawwal month fasting, shawal fasting


এই পোস্টটির তথ্য তাহকীক করা নয় তাই এই পোস্ট থেকে ইলম অর্জন না করে আমাদের ফোরামের অন্যসকল ক্যাটাগরির পোস্ট ফলো করুন।
 
Back
Top