শত্রুর ভয়ে ভীত অবস্থায় পাঠ করার দু'আ

Joined
Jan 3, 2023
Threads
883
Comments
1,051
Reactions
9,448
মাহাম্মাদ ইব্‌নুল মুছান্না (রহঃ) ..... আবু বুরদা ইব্‌ন আবদুল্লাহ্‌ (রহঃ) হতে বর্ণিত। তাঁর পিতা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, যখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন সম্প্রদায়ের তরফ হতে কোনরূপ বিপদের আশংকা করতেন তখন এরূপ বলতেনঃ “ইয়া আল্লাহ! আমরা আপনাকে তাদের সাথে মুকাবেলার জন্য যথেষ্ট মনে করি এবং তাদের অত্যাচার-অবিচার হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি।” (আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরূরিহিম)

- সূনান আবু দাউদ (ইফাঃ), হাদিসের মান: সহিহ, হাদিস নং ১৫৩৭
 
Back
Top