- Views: 95
- Replies: 2
বিশর ইবনু উমার বলেন, 'একবার আমি ইমাম মালিকের সাথে তার বাড়ি থেকে মসজিদে আসি। তিনি মসজিদে প্রবেশ করতেই লোকেরা তার জন্য প্রথম কাতারে জায়গা করে দেয়। কিন্তু তিনি সেখানে না বসে সবার পেছনে খালি জায়গায় বসে পড়েন। আমার তখন দৃঢ় বিশ্বাস হয় যে, লোকটি বাস্তবিক অর্থেই যথেষ্ট বিনয়ী ও নীতিবান। তার মজলিসে কেউ পরে এলে তাকে যেমন সামনে এসে বসতে দিতেন না; তেমনি তিনি কোনো মজলিসে পরে গেলে, কারও ডাকে সামনে গিয়ে বসতেন না।'
– তারতিবুল মাদারিক, খন্ড : ১
– তারতিবুল মাদারিক, খন্ড : ১