ফাযায়েলে আমল 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের ফজিলত

Joined
Jan 3, 2023
Threads
730
Comments
875
Reactions
7,736
১. একে জান্নাতের ধন ভান্ডার বলা হয়েছে (বুখারী, হা/ ৪২০৫)
২. জান্নাতের দরজা বলা হয়েছে (তিরমিজি, হা/৩৫৮১)
৩. এটি পাঠ করে দুআ করলে দুআ কবুল হয় (বুখারী, হা/ ১১৫৪)
৪. বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায় (তিরমিজি, হা/ ৩৪৩৭)
৫. এটি নিয়মিত পাঠ করলে সমুদ্রের ফেনারাশি সমান গুনাহ হলেও ক্ষমা করে দেয়া হয় (তিরমিজি, হা/ ৩৪৬০)
৬. এটি পাঠ করলে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয় (সহীহ আত তারগীব, হা/ ১৫৩৮)

তবে এটি পাঠ করলে বিপদাপদ বা চিন্তা দূর হয় মর্মে হাদীসটি যইফ (মিশকাত, হা/ ২৩২০; যইফুত তারগীব, হা/ ৯৮০)
 
Similar threads Most view View more
Back
Top