রুকূ পেলে রাকআত হয় কি? - PDF

বাংলা বই রুকূ পেলে রাকআত হয় কি? - PDF শাইখ যুবায়ের আলী যাঈ (রাহি.)

Joined
Nov 17, 2023
Threads
389
Comments
481
Solutions
1
Reactions
10,819
রুকূ পেলে রাকআত হয় কি? - pdf - ডাউনলোড করুন রুকূ পেলে রাকআত হয় কি? বইয়ের পিডিএফ

রুকু পেলে রাকআত হয় কি হয়না এ বিষয়ে আমাদের সমাজে মতভেদ লখ্য করা যায় উক্ত বিয়টি নিয়ে হাফেজ যুবায়ের আলী যাঈ রাহিমাহুমুল্লহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছে।

Read more about this resource...
 
এতো কাহিনী করে PDF ডাউনলোড করা লাগবে? এটা কি আশলেও দীনি উদ্দেশ্যে করা হচ্ছে?
 
এতো কাহিনী করে PDF ডাউনলোড করা লাগবে? এটা কি আশলেও দীনি উদ্দেশ্যে করা হচ্ছে?
আপনার কথায় ভাই আমরা বিশাল ব্যবসা করছি এর মাধ্যমে।

আপনি কি ফোরামের নিয়ম-নীতিমালাগুলি পড়ে দেখেছেন?
হুট করে নিজের ধারনার উপর কথা বলা থেকে বিরত থাকুন।
এরকম একটা সাইট পরিচালনার জন্য কতো টাকা বিল দিতে সেটা আপনার ধারনার বাহিরে।
আপনি যদি অন্যান্য সাইটের দিকে লক্ষ করেন তাহলেই বুঝতে পারবেন যে তারা বিভিন্ন এডস বা ডোনেশনের মাধ্যমে টাকা তুলে থাকেন আর আমরা এখনো এরকম সিস্টেমে যাইনি তাছাড়া আমাদের মেম্বারগণ তাদের ব্যক্তিগত শ্রম দিয়েই এইফোরামকে পরিচালনা করেন। মানে যেসকল ভাইয়েরা কন্টেন্ট আপলোড করেন তারা আপনার / আমার বা ফোরাম থেকে কোনো বিনিময়ের জন্য এমনটা করেনা তাহলে আপনিই চিন্তা করুন তারা কি উদ্দ্যেশে নিজেদের সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন?

ছোট করে আপনি নিচের অংশটি পড়ে দেখুন কেনো PDF ডাউনলোড করার লিমিটেশন যোগ করা হয়েছে।
তাছাড়া এখানে সংগত কারণেই আমরা আরেকটা বিষয় উল্লেখ্য করিনি সেটা আপনাকে সংক্ষেপে বলি - সার্ভাবের সক্ষমতা অনুযায়ী আমাদের লিমিটেশন আছে মানে এখানেও যতো গুড় ততো মিঠা এরকম আমরা আমাদের সামর্থ্যনুযায়ী এফোডেবল সার্ভার ব্যবহার করি আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
এখন থেকে ফোরামের PDF ডাউনলোড করতে হলে প্রতি ডাউনলোডে আপনার একাউন্ট থেকে ১০ ক্রেডিট করে কাটা হবে।
আমরা জানি এতে আপনারা অনেকেই মন খারাপ করবেন যদিও ডাউনলোড লিমিট আগের মতোই থাকবে।

এখন আপনারা প্রশ্ন করতেই পারেন এর পেছনে কারণ কি? এতে করে লাভ কি?

- প্রথমত আমাদের ফোরামে PDF আপলোড করা হয় মূলত পড়ার জন্য PDF কালেক্ট করে মোবাইলে রেখে দেওয়ার জন্য না। আমাদের মূল উদ্দ্যেশই হচ্ছে আপনি যেন PDF বইগুলো পড়েন একটা বই পড়ে আরেকটা ডাউনলোড দিন অথবা আপনার ক্রেডিট ও লিমিট অনুযায়ী PDF ডাউনলোড করে একটা পড়ে ভালো না লাগলে আরেকটায় হাত দিন। বই থেকে ফোরামে উপকারী বিষয়গুলো তুলে ধরুন এবং এর মাধ্যমে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। সালাফি ঘরনার বইগুলোর প্রচারণা এমনিতেই কম। আপনার দেওয়া পোস্টের মাধ্যমে বইটির প্রচারণাও হয়ে যাবে ইনশাআল্লাহ।

- অধিকাংশ মানুষের একদিনের মধ্যে একটা বই পড়ে শেষ করা হয়না তাই অতিরিক্ত ডাউনলোড করার প্রয়োজনও নেই। আমরা আমাদের সাইটের ফাইলগুলোর প্রতিদিনেই ব্যাকআপ নিচ্ছি তাই হারিয়ে যাওয়ার ভয়ও নেই। যদিও আমরা আল্লাহর ফায়সালার উপরই নির্ভরশীল।

- প্রতিদিন ফোরামে ভিজিটের জন্য আপনকে ৮ ক্রেডিট করে দেওয়া হবে ফলে ফোরামে ইউজারগণ প্রতিদিন ভিজিট করতে আগ্রহী হবে এবং কিছু নতুন কন্টেন্ট দেখার সুযোগ পাবেন।

- কমেন্টের জন্য ও ০.৫ ক্রেডিট দেওয়া হবে এতে করে আশাকরি এক্টিভিটি কিছুটা বাড়বে এবং যারা পোস্ট করেন তারা উৎসাহ পাবেন ইনশাআল্লাহ।

ক্রেডিট কীভাবে অর্জন করবেন?
  • প্রতিদিন ফোরামে ভিজিট করলে ক্রেডিট দেওয়া হবে।
  • আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি পোস্টের জন্য আপনাকে ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি রিসোর্স আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।
  • আপনার আপলোডকৃত প্রতিটি PDF অন্যরা ডাউনলোড করলে প্রতিবার ডাউনলোডের জন্য আপনাকে ক্রেডিট দেওয়া হবে।
  • আপনার আপলোডকৃত প্রতিটি PDF বইয়ে যদি কেউ রিভিউ দেয় তাহলে আপনাকে ক্রেডিট দেওয়া হবে।
  • আপনি যদি অন্যদের PDF ডাউনলোড করার পর রিভিউ দেন তাহলে আপনাকে ক্রেডিট দেওয়া হবে।

সহজেই প্রতিদিন PDF ডাউনলোড করার টিপস:
  • প্রতিদিন ফোরামে ভিজিট করে ক্রেডিট নিন তারপর ফোরামের ৪ টা পোস্টে ৪ টা কমেন্ট করে ক্রেডিট নিন ব্যাস আপনার ১০ ক্রেডিট হয়ে গেলো এবার আপনি আপনার পছন্দের PDF টি ডাউনলোড করুন।
  • PDF টি ডাউনলোড করলে আপনার কাছ থেকে ১০ ক্রেডিট কেটে নেওয়া হবে এখন কি করবেন? - এখন আপনি সুন্দর করে ডাউনলোডকৃত বইটির একটি রিভিউ লিখে দিলেই ক্রেডিট ব্যাক পেয়ে যাবেন।
  • সালাফি আলিমদের বই বা লিখুনি থেকে ফোরামে দুটি পোস্ট করে করলেই ১০ ক্রেডিট পেয়ে যাবেন। ৪টা পোস্ট করলে ২০ ক্রেডিট এভাবে পেতেই থাকবেন।
 
Similar threads Most view View more
Back
Top