সালাফী আকিদা ও মানহাজে

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

SignUp Now!

রুকাইয়া সম্পর্কিত সালাফি আলেমদের ভালো কোনো বইসমসূহের তালিকা আছে কি?

sakib80000

Salafi
Salafi User
Joined
Jan 27, 2024
Threads
15
Comments
45
Reactions
157
রুকাইয়া সম্পর্কিত সালাফি আলেমদের ভালো কোনো বইসমসূহের তালিকা থাকলে জানাবেন।
বিশেষ করে যারা তাবিজ, কবিরাজি ইত্যাদি শিরকী কাজকর্মের উপর ভরসা করে তাদের দেওয়ার জন্য এবং কুরআন ও হাদিসে এর বিপরীতে দলিল ও যেসকল চিকিৎসা বর্ণনা করা আছে সেগুলো উল্লেখ থাকবে।
 
@sakib80000
সহীহ দুআ ঝাড়ফুক ও যিকর
বদনজর, জাদু ও জিনের চিকিৎসা
জাদু ও বদনজর থেকে বাঁচার দশটি উপায়

এই তিনটি বই দেখতে পারেন।

কুরআন ও হাদিসে এর বিপরীতে দলিল ও যেসকল চিকিৎসা বর্ণনা করা আছে সেগুলো উল্লেখ থাকবে।
এমন বই আছে কিংবা ভবিষ্যৎতে আসবে এমন কোনো কিছু জানা নেই।
 
জাযাকাল্লাহু খইরন। অনেকে বলে যে জিনে ধরে বলে তাবিজ নিসে তাদের জন্য কোন বই ভালো হবে?
 
জাযাকাল্লাহু খইরন। অনেকে বলে যে জিনে ধরে বলে তাবিজ নিসে তাদের জন্য কোন বই ভালো হবে?
তাদের জন্য আকিদার বই দরকার রুকইয়ার বই না।
 
যদি কয়েকটা বইয়ের নাম বলতেন
Post in thread 'আকীদার বিষয়ে পরিষ্কার ইলম অর্জনের জন্য একজন অনভিজ্ঞ ব্যক্তির কোন কোন বই পড়া উচিত? এবং বইগুলোর ক্রম কেমন হবে?'
আকীদার বিষয়ে পরিষ্কার ইলম অর্জনের জন্য একজন অনভিজ্ঞ ব্যক্তির কোন কোন বই পড়া উচিত? এবং বইগুলোর ক্রম কেমন হবে?
 
Back
Top