Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 786
- Comments
- 941
- Reactions
- 8,284
- Thread Author
- #1
ফুজাইল বিন ইয়াজ রহ. বলেন :
'মানুষ দেখবে বলে আমল ছেড়ে দেওয়া রিয়া। মানুষের কারণে আমল করা শিরক । আর এ দুটি থেকে আল্লাহ তোমাকে বাঁচানো হলো ইখলাস ।' (শুআবুল ইমান: ৬৮৭৯)
ইমাম নববি রহ. বলেন :
'যে ব্যক্তি ইবাদতের ইচ্ছা করে, কিন্তু মানুষ দেখবে বলে ইবাদত পরিত্যাগ করে, তবে সে রিয়াকারী।'
যখন কেউ রিয়া হওয়ার ভয়ে পুরো আমলকেই পরিত্যাগ করে, তখন এমনটা করা রিয়া হবে। অন্যথায় কেউ গোপনে আমল করবে বলে যদি প্রকাশ্যে সে আমল না করে, তবে তাতে কোনো সমস্যা নেই।
কিছু জাহিলের কাজকর্ম দেখলে সত্যিই অবাক না হয়ে পারা যায় না। এ জাহিলরা রিয়ার অজুহাতে দাড়ি কাটে বা দাড়ি ছেঁটে সাফ করে ফেলে। তারা বলে, 'দাড়ি দ্বারা বোঝা যায় যে, দাড়ির অধিকারী নিজেকে ইমান ও পরিশুদ্ধিতার দাবি করছে। এটা একরকম রিয়া। তাই আমরা দাড়ি না রেখে রিয়া থেকে বাঁচি।' এসব জাহিল কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত স্পষ্ট হাদিসগুলো শোনেনি? যেখানে তিনি বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা হতে দাও, তোমরা দাড়ি মুক্তন করো না । আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন।
– অন্তরের আমল, ১ম খন্ড, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
'মানুষ দেখবে বলে আমল ছেড়ে দেওয়া রিয়া। মানুষের কারণে আমল করা শিরক । আর এ দুটি থেকে আল্লাহ তোমাকে বাঁচানো হলো ইখলাস ।' (শুআবুল ইমান: ৬৮৭৯)
ইমাম নববি রহ. বলেন :
'যে ব্যক্তি ইবাদতের ইচ্ছা করে, কিন্তু মানুষ দেখবে বলে ইবাদত পরিত্যাগ করে, তবে সে রিয়াকারী।'
যখন কেউ রিয়া হওয়ার ভয়ে পুরো আমলকেই পরিত্যাগ করে, তখন এমনটা করা রিয়া হবে। অন্যথায় কেউ গোপনে আমল করবে বলে যদি প্রকাশ্যে সে আমল না করে, তবে তাতে কোনো সমস্যা নেই।
কিছু জাহিলের কাজকর্ম দেখলে সত্যিই অবাক না হয়ে পারা যায় না। এ জাহিলরা রিয়ার অজুহাতে দাড়ি কাটে বা দাড়ি ছেঁটে সাফ করে ফেলে। তারা বলে, 'দাড়ি দ্বারা বোঝা যায় যে, দাড়ির অধিকারী নিজেকে ইমান ও পরিশুদ্ধিতার দাবি করছে। এটা একরকম রিয়া। তাই আমরা দাড়ি না রেখে রিয়া থেকে বাঁচি।' এসব জাহিল কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত স্পষ্ট হাদিসগুলো শোনেনি? যেখানে তিনি বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা হতে দাও, তোমরা দাড়ি মুক্তন করো না । আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন।
– অন্তরের আমল, ১ম খন্ড, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন