যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে না, ইলম এভাবেই তার কাছ থেকে ঝরে পড়ে

A

Anonymous User

Guest
মালিক ইবনু দিনার (রাহ.) বলেন,

অর্জিত ইলমের উপর আমল না করলে মসৃণ পাথরের উপর গড়িয়ে পড়া পানির মতো ইলম তার অন্তর থেকে ধুয়ে যায়।
কখনো ঝরনা দেখে থাকলে দেখবেন ঝরনার নিচের পাথর থেকে ক্রমাগত পানি ঝরে পড়ছে। যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে না, ইলম এভাবেই তার কাছ থেকে ঝরে পড়ে৷
এমন কত ইলমওয়ালা আছেন যারা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেও নিজেরাই এ ব্যাপারে গাফেল? তাকওয়ার (আল্লাহর ভয়) বাণী প্রচারকারীদের মধ্যে এমন কতজন আছেন যারা নিজেরাই তাকওয়াহীন ও বেপরোয়া?

–তাওহীদের মূলনীতি, পৃ. ১৫০
 
Back
Top