যে ঝাড়ফুঁক রুকিয়াহ শারইয়া হবে না

Joynal Bin TofajjalVerified member

Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
344
Comments
474
Reactions
5,430
রুকিয়াহ মানে ঝাড়ফুঁক হলেও ইসলামে কেবল সেসব রুকিয়াহরই অনুমতি আছে, যেটা সরাসরি কুরআন-সুন্নাহ হতে গৃহীত। যদি কুরআন-সুন্নাহ ছাড়া অন্য কিছু পাঠ করে রুকিয়াহ করা হয়, তা কখনােই শারীআসম্মত রুকিয়াহ বলে গণ্য হবে না।

যেমন কুফুরিকালাম বলা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারও সাহায্য চাওয়া। তবে হ্যাঁ, সরাসরি আল্লাহর কাছে যে-কোনও ভাষায় আরােগ্যের দোয়া করে রােগাক্রান্ত ব্যক্তিকে ফুঁ দিলে কোনও সমস্যা নেই। এটা জায়েজ। রাসূল (ﷺ) শুধু সেই রুকিয়াহরই অনুমতি দিয়েছেন, যেখানে কোনও শিরক নেই। রাসূল (ﷺ) বলেন, ‘ঝাড়ফুঁকে কোনও সমস্যা নেই যদি তাতে শিরক না থাকে।' [মুসলিম, আস-সহীহ: ২২০০]

এ ছাড়া সমস্ত শিরকি রুকিয়াহ ও তাবিজ-তিওয়ালাহ তিনি নিষিদ্ধ করেন। রাসূল (ﷺ) বলেন, ‘নিঃসন্দেহে ঝাড়ফুঁক, তাবিজ ও তিওয়ালাহ শিরক।” [আহমাদ, আল-মুসনাদ: ৩৬১৫]
 
Similar threads Most view View more
Back
Top