- Joined
- Feb 23, 2023
- Threads
- 347
- Comments
- 399
- Reactions
- 1,899
- Thread Author
- #1
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّـهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّـهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
“তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।”(আলে ইমরান: ১৩৫)সাবেত আল বুনানী আনাস রা. থেকে বর্ণনা করেন, ”যখন নাজিল হল,
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّـهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
তখন শয়তান কেঁদেছে।”ইবনে মাসঊদ রা. বলেন: ”উক্ত আয়াতটি গুনাহগারদের জন্য দুনিয়া ও দুনিয়ার সব কিছু থেকে উত্তম।”
ইবনে সীরীন বলেন: ”আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের জন্য যেভাবে তাদের গুনাহ সমূহের জন্য বিভিন্ন কাফফারার ব্যবস্থা করেছিলেন তদস্থলে তিনি আমাদের জন্য উক্ত আয়াতটি প্রদান করেছেন।”
(ইবনে কাসীর রহ. উপরোক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে রজব সূত্রে উক্ত বর্ণনাগুলো উল্লেখ করেছেন)
গ্রন্হনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল