ফাযায়েলে আমল যিকিরের ফজিলত

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
655
Comments
798
Reactions
6,972
১. ‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাযি.) থেকে বর্ণিত। নবী (স.) বলতেন : নিশ্চয় প্রতিটি জিনিসের মসৃণতা ও চাকচিক্যতা রয়েছে। আর অন্তরের মসৃণতা হচ্ছে আল্লাহর যিকির। আল্লাহর যিকির অপেক্ষা অন্য কোন জিনিস কবরের আযাব থেকে অধিক রক্ষাকারী কিছু নেই। সাহাবীগণ বললেনঃ আল্লাহর পথে জিহাদও নয় কি? নবী (স.) বললেন, যদিও তরবারী দিয়ে লড়াই করতে করতে এক পর্যায়ে তা ভেঙে যায় (তবুও নয়)।
-
-- সহীহ আত তারগীব, হা/ ১৪৯৫

২. আবুদ্‌ দারদা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান-খাইরাত করার চেয়েও বেশি ভাল এবং তোমাদের শত্রুর মুকাবিলায় অবতীর্ণ হয়ে তাদেরকে তোমাদের সংহার করা ও তোমাদেরকে তাদের সংহার করার চাইতেও ভাল? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ আল্লাহ তা‘আলার যিক্‌র। মু‘আয ইবনু জাবাল (রাঃ) বলেন, আল্লাহ তা‘আলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তা‘আলার যিক্‌রের তুলনায় অগ্রগণ্য কোন জিনিস নেই।

--- ইবনু মাজাহ, হা/৩৭৯০
--- জামে' আত-তিরমিজি, হা/ ৩৩৭৭
(সহীহ)

৩.আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মহান আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার যিকির করে এবং আমার যিকিরে তার দু’ ঠোঁট নড়াচড়া করে তখন আমি তার সঙ্গে থাকি। [৩১২৪]

---ইবনে মাজাহ, হাদিস নং ৩৭৯২ (সহীহ)

৪. আবদুল্লাহ্ ইবনু বুস্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ
এক লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমার জন্য ইসলামের শারী‘আতের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, যা আমি শক্তভাবে আঁকড়ে থাকতে পারি। তিনি বললেনঃ সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা‘আলার যিকিরের দ্বারা সিক্ত থাকে।

--- ইবনু মাজাহ হা/ ৩৭৯৩
--- তিরমিজি, হা/ ৩৩৭৫
(সহীহ)

৫. মুআজ ইবনু জাবাল (রাদি.) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদায়কালে রাসূল (সাঃ) এর সাথে আমার যে কথা হয়েছে তা হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করেছি, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয়? তিনি (সাঃ) বললেনঃ এমন অবস্থায় তোমার মৃত্যু হওয়া যে, তোমার জিহবা আল্লাহর যিকিরে সিক্ত থাকে।

---সহীহ আত তারগীব,হা/১৪৯২; ইবনু হিব্বান, হা/৮১৮ (হাসান সহীহ)
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top