- Joined
- Jan 3, 2023
- Threads
- 656
- Comments
- 799
- Reactions
- 6,992
- Thread Author
- #1
রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, সফর-এলাকায়, মাঠে-ঘাটে-সহ যেকোনো স্থানে যদি যিকির করা হয়, তবে কিয়ামতের দিন তার পক্ষে অনেকেই সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। কেননা রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, সফর-এলাকা, মাঠ- ঘাট সবই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন,
"যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। আর জমিন তার বোঝা বের করে দেবে। মানুষ বলবে, 'এর কী হল?” সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।" (সূরা যিলযাল, আয়াত ১-৪)
অতএব, জমিনের সর্বত্র যিকিরকারীর পক্ষে বেশুমার সাক্ষী থাকবে। সাক্ষীর দিন তথা কিয়ামতের দিন তাদের সাক্ষীর পরিমাণ সবচেয়ে বেশি হবে এবং ইন শা আল্লাহ তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ফলে তারা খুশি ও আনন্দে আত্মহারা হবে এবং অন্যরা তাদের দেখে ঈর্ষা করবে।
- বই: যিকরুল্লাহ (আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের অনুবাদ) , লেখক: ইমাম ইবনুল কাইয়্যুম, অনুবাদক: শাইখ আব্দুল্লাহ মাহমুদ, প্রকাশনায়: আযান প্রকাশনী
"যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। আর জমিন তার বোঝা বের করে দেবে। মানুষ বলবে, 'এর কী হল?” সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।" (সূরা যিলযাল, আয়াত ১-৪)
অতএব, জমিনের সর্বত্র যিকিরকারীর পক্ষে বেশুমার সাক্ষী থাকবে। সাক্ষীর দিন তথা কিয়ামতের দিন তাদের সাক্ষীর পরিমাণ সবচেয়ে বেশি হবে এবং ইন শা আল্লাহ তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ফলে তারা খুশি ও আনন্দে আত্মহারা হবে এবং অন্যরা তাদের দেখে ঈর্ষা করবে।
- বই: যিকরুল্লাহ (আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের অনুবাদ) , লেখক: ইমাম ইবনুল কাইয়্যুম, অনুবাদক: শাইখ আব্দুল্লাহ মাহমুদ, প্রকাশনায়: আযান প্রকাশনী
Last edited: