যাকাত ও ফিতরা যাকাতুল ফিতর সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,103
* রমজান মাস পূর্ণ হওয়ার কৃতজ্ঞতাস্বরূপ আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য যাকাতুল ফিতর আদায় করা হয়।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৫৭)]
* প্রত্যেক মুসলিম নর-নারী, স্বাধীন ও দাস, ছোট ও বড় সকলের উপর যাকাতুল ফিতর ওয়াজিব।
[ফাতাওয়া ইবনে বায (১৪/১৯৭)]
* পরিবারের কর্তা তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবে; স্ত্রী, সন্তান ও দাস - যদি তার নিজের এবং তার অধীনস্থ সকলের একদিন এক রাতের খাদ্যের পর্যাপ্ততা থাকে।
[ফাতাওয়া ইবনে বায (১৪/১৯৭)]
* গর্ভস্থ সন্তানের জন্য যাকাতুল ফিতর দেওয়া আবশ্যক নয়, তবে কেউ চাইলে দিতে পারে।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৬৩)]
* যাকাতুল ফিতর দেশের সাধারণ খাদ্যশস্য যেমন; খেজুর, যব, কিশমিশ, গম অথবা অন্য কোনো খাদ্যশস্যের এক সা' পরিমাণ প্রতি ব্যক্তির হিসাবে দিতে হয়। এক সা' প্রায় ৩ কেজির সমান।
[ফাতাওয়া ইবনে বায (১৪/২০৩)]
* যাকাতুল ফিতর আদায় করার সময় রমজানের ২৮ তারিখ থেকে শুরু করে ঈদের দিন ঈদের নামাজের পূর্ব পর্যন্ত।
[ফাতাওয়া ইবনে বায (১৪/৩২-৩৩)]
* যাকাতুল ফিতর শুধুমাত্র দরিদ্র ও অভাবী ব্যক্তিদেরকেই দিতে হবে।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৫৯)]
* মুসলিম অভাবী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে যাকাতুল ফিতর দেওয়া জায়েজ নয়।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৮৫)]
* আপনি আপনার যাকাতুল ফিতর একজন দরিদ্র ব্যক্তিকে দিতে পারেন অথবা কয়েকজন দরিদ্র ব্যক্তির মাঝে বিতরণ করতে পারেন।
[স্থায়ী ফতোয়া কমিটি (৯/৩৭৭৭)]
* সুন্নাহ হলো নিজ দেশে যাকাতুল ফিতর বিতরণ করা, কারণ এতে সেখানকার অভাবী ব্যক্তিরা উপকৃত হবে এবং তাদের প্রয়োজন পূরণ হবে।
[ফাতাওয়া ইবনে বায (১৪/২১৩)]
* যাকাতুল ফিতর নগদ অর্থে প্রদান করা জায়েজ নয়, কারণ শরীয়তে খাদ্যশস্যের মাধ্যমে তা প্রদানের কথা বলা হয়েছে।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৬৫)]
* দরিদ্র ব্যক্তি যাকাতুল ফিতর পাওয়ার পর তা বিক্রি করতে পারবে।
[স্থায়ী ফতোয়া কমিটি (৯/৩৮০০)]
* অন্য কোনো দেশে যাকাতুল ফিতর আদায় করার জন্য আপনি কাউকে দায়িত্ব দিতে পারেন। এক্ষেত্রে, যিনি দায়িত্ব দিচ্ছেন তার দেশের সময়সীমা ধর্তব্য হবে - যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার দেশের নয়। দরিদ্র ব্যক্তিরাও তাদের পক্ষ থেকে যাকাতুল ফিতর সংগ্রহের জন্য কাউকে দায়িত্ব দিতে পারে।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৬২) ও (১৮/২৬৮)]
* ঈদের নামাজের পর যাকাতুল ফিতর আদায় করা জায়েজ নয় এবং ঈদের নামাজের পরে দিলে তা কবুল হবে না।
[ফাতাওয়া আল-উসাইমিন (১৮/২৬৬)]
* যাকাতুল ফিতর বিতরণের সময় কোনো নির্দিষ্ট দোয়া/যিকির নেই।
[স্থায়ী ফতোয়া কমিটি (৯/৩৮৭৭)]

উৎস
Madrasatuna | WhatsApp Channel
 
Similar threads Most view View more
Back
Top