Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,103
- Comments
- 1,294
- Solutions
- 1
- Reactions
- 12,186
- Thread Author
- #1
তিনটি কারণে মোজার ওপর মাসেহ বাতিল হয়ে যায়। যথা :
১) গোসল ফরয হয় এমন কিছু সংঘটিত হলে। সে ক্ষেত্রে মোজা খুলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে।
২) মোজা খুলে ফেললে। সে ক্ষেত্রে তাকে পুনরায় নতুন করে অযূ করতে হবে।
৩) মোজার ওপর মাসেহের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে। এমতাবস্থায় পুনরায় নতুন করে অযূ করতে হবে।
* আবু বাকরাহ (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে : নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত এবং মুকীমের জন্য এক দিন ও এক রাতের সময় মোজা মাসেহের রুখসাত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যদি সে তা পবিত্র অবস্থায় পরিধান করে। — ইবনে খুযাইমাহ : ১৯২; ইবনে হিব্বান : ১৩২৪; সহীহ (আল মাকতাবা শামেলা)
— ফাতাওয়া আশ শাবাকাহ আল ইসলামিয়্যাহ, ১১/২২৪০, ফাতাওয়া নং ১২৩৬৮
— ফিকহুত তাহারাত, ড. মানজুরে ইলাহী; তাইবাহ একাডেমি
১) গোসল ফরয হয় এমন কিছু সংঘটিত হলে। সে ক্ষেত্রে মোজা খুলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে।
২) মোজা খুলে ফেললে। সে ক্ষেত্রে তাকে পুনরায় নতুন করে অযূ করতে হবে।
৩) মোজার ওপর মাসেহের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে। এমতাবস্থায় পুনরায় নতুন করে অযূ করতে হবে।
* আবু বাকরাহ (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে : নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত এবং মুকীমের জন্য এক দিন ও এক রাতের সময় মোজা মাসেহের রুখসাত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যদি সে তা পবিত্র অবস্থায় পরিধান করে। — ইবনে খুযাইমাহ : ১৯২; ইবনে হিব্বান : ১৩২৪; সহীহ (আল মাকতাবা শামেলা)
— ফাতাওয়া আশ শাবাকাহ আল ইসলামিয়্যাহ, ১১/২২৪০, ফাতাওয়া নং ১২৩৬৮
— ফিকহুত তাহারাত, ড. মানজুরে ইলাহী; তাইবাহ একাডেমি