হাসান বসরি (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন :
পূর্বসূরিরা বলতেন বুদ্ধিমান ব্যক্তির জিহ্বা থাকে তার অন্তরের পেছেনে। যখন সে কথা বলতে চায়, ভেবেচিন্তে বলে। কথায় (উপকার) থাকলে তা ব্যক্ত করে, (অপকার) থাকলে চুপ থাকে। আর মূর্খ ব্যক্তির অন্তর থাকে তার জিভের ডগায়। মুখে যা আসে তা-ই বলে ফেলে, একটুও ভাবনা-চিন্তা করে না।
– ইবনু আবী শাইবাহ, মুসান্নাফ, ১৪/৩৮, ৩১: সনদ সহীহ, মাওকুফ
পূর্বসূরিরা বলতেন বুদ্ধিমান ব্যক্তির জিহ্বা থাকে তার অন্তরের পেছেনে। যখন সে কথা বলতে চায়, ভেবেচিন্তে বলে। কথায় (উপকার) থাকলে তা ব্যক্ত করে, (অপকার) থাকলে চুপ থাকে। আর মূর্খ ব্যক্তির অন্তর থাকে তার জিভের ডগায়। মুখে যা আসে তা-ই বলে ফেলে, একটুও ভাবনা-চিন্তা করে না।
– ইবনু আবী শাইবাহ, মুসান্নাফ, ১৪/৩৮, ৩১: সনদ সহীহ, মাওকুফ