প্রশ্নোত্তর মুসহাফ (কুরআনের কপি) কোনো উঁচু স্থান থেকে পড়ে গেলে সেটিকে চুম্বন করার বিধান কী?

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,103
আমাদের নিকটে এমন কোনো দলিল জানা নেই যা মুসহাফ চুম্বন করার শরিয়তসিদ্ধতা প্রমাণ করে। তবে কেউ যদি এটিকে চুম্বন করে, তাহলে তাতে দোষের কিছু নেই, কেননা সম্মানিত সাহাবী ‘ইকরিমা ইবনু আবি জাহল (রাদ্বিআল্লাহু আনহু) থেকে বর্ণিত আছে যে, তিনি মুসহাফ চুম্বন করতেন এবং বলতেন, "এটি আমার প্রতিপালকের বাণী।" যেকোনো অবস্থাতেই, মুসহাফ চুম্বন করাতে দোষের কিছু নেই, তবে এটাও জেনে রাখা উচিত যে- এটি শরিয়তসিদ্ধ কাজ নয়, আবার এর ওপর কোনো শারঈ দলিলও নেই৷

তবে কেউ যদি সম্মান ও ভক্তিসূচক ভাবে মুসহাফ চুম্বন করে, বিশেষ করে যখন তা তার হাত থেকে পড়ে যায় বা কোনো উঁচু স্থান থেকে পড়ে, তাহলে এতে কোনো দোষ নেই। ইনশাআল্লাহ।

— মাজমু' ফাতাওয়া ; ইবন বায, ৯/২৮৯
 
Similar threads Most view View more
Back
Top