- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,947
- Thread Author
- #1
আমলসমূহ ওজন করা হবে এবং বান্দাদের ওজন করা হবে। অতএব, যখন আমলসমূহ ওজন করা হবে তখন এক পাল্লায় ভালো আমল রাখা হবে এবং অন্য পাল্লায় খারাপ আমল রাখা হবে। যার ভালো আমলের ওজন ভারী হবে, সে নাজাত পাবে এবং সৌভাগ্যবান হবে। আর যার ভালো আমলের ওজন হালকা হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে।
আমল ওজন করা সংক্রান্ত দলীলাদি :
এক. আল্লাহ তাআলা বলেন,
“অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে, সে তো থাকবে সন্তোষজনক জীবনে। আর যার পাল্লাসমূহ হালকা হবে, তার স্থান হবে ‘হাওয়িয়াহ'। আর আপনাকে কীসে জানাবে তা কী? অত্যন্ত উত্তপ্ত আগুন।” — সূরা কারিআহ, আয়াত : ৬-১১
দুই. আল্লাহ তাআলা বলেন,
“আর সেদিন ওজন যথাযথ হবে। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে। আর যাদের পান্না হালকা হবে, তারাই সে সব লোক, যারা নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমাদের আয়াতসমূহের প্রতি জুলুম করতো।” — সূরা আরাফ, আয়াত : ৮-৯
তিন. তিনি আরও বলেন,
“অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খোঁজখবর নেবে না। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম আর যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়।” — সূরা মুমিনূন, আয়াত : ১০১-১০৪
চার. নাওয়াস ইবন সামআন (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি,
“মীযান দয়াময় আল্লাহর হাতে। তিনি কিয়ামাত পর্যন্ত কোনো সম্প্রদায়কে উন্নত করবেন এবং কোনো সম্প্রদায়কে অবনত করবেন।” — ইবনু মাজাহ : ১৯৯; মুসনাদ আহমাদ : ৪/১৮২ (সহীহ)
পাঁচ. সালমান ফারিসী (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিরাত স্থাপন করা হবে। আর ব্লেডের মতো তার ধার রয়েছে।” — মুসান্নাফ ইবন আবী শাইবা : ১৩/১৭৮; মুসতাদরাক হাকিম : ৪/৫৮৬; শাইখ আলবানী সহীহ বলেছেন, সহীহাহ : ১৪১
তিনি আরও বলেন, “কিয়ামতের দিন মীযান স্থাপন করা হবে। তাতে যদি আসমানসমূহ ও জমিনকে ওজন করা হয়, তাহলে তা ধারণ করতে সক্ষম হবে। ফেরেশতাগণ বলবেন, হে রব্ব! কাকে তা ওজন করবে? আল্লাহ বলবেন, আমি আমার সৃষ্টির যাকে ইচ্ছা করবো। তখন ফেরেশতাগণ বলবেন, সুবহানাকা! আমরা আপনার যথার্থ ইবাদত করিনি।” — মুসতাদরাক হাকিম : ৮৭৭৮; আলবানী সহীহ বলেছেন। সহীহুত তারগীব : ৩৬২৬
ছয়. আবু হুরাইরা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
“দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, মীযানে অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো: সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ।” — বুখারী : ৬৪০৬
এটি সহীহুল বুখারীর শেষ হাদীস। এ হাদীসে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মীযানে অতি ভারী’ যা ওজন প্রমাণ করে।
সাত. আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি,
”আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মাহর একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবেন। তিনি তার সামনে নিরানব্বইটি আমলনামার খাতা খুলে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি (গুনাহ) অস্বীকার করতে পারো? আমার লেখক ফেরেশতারা কি তোমার ওপর জুলুম করেছে? সে বলবে, না, হে প্রভু! তিনি আবার প্রশ্ন করবেন, তোমার কোনো অভিযোগ আছে? সে বলবে, না, হে আমার প্রভু! তিনি বলবেন, আমার নিকট তোমার একটি সাওয়াব আছে। আজ তোমার ওপর এতটুকু জুলুমও করা হবে না। তখন ছোটো একটি কাগজের টুকরা বের করা হবে। তাতে লেখা থাকবে ‘আমি সাক্ষ্য প্রদান করি যে, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আামি আরো সাক্ষ্য দিই যে, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর বান্দা ও তার রাসুল।’ তিনি তাকে বলবেন, দাড়িপাল্লার সামনে যাও। সে বলবে, হে প্রভু! এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি আর ওজন হবে? তিনি বলবেন, তোমার ওপর কোনো রকম জুলুম করা হবে না। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরাটি আরেক পান্নায় রাখা হবে। ওজনে পাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না।” — সুনানুত তিরমিজি : ২৬৩৯; ইবনু মাজাহ : ৪৩০০ (সহীহ)
যখন কাগজের টুকরোটি ভারী হয়ে যাবে, তখন সে নাজাত পেয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন,
“অতঃপর যাদের পাল্লা ভারি হবে তারাই হবে সফলকাম।" — সূরা আরাফ, আয়াত : ৮
এসব দলীল নিম্নের বিষয়গুলো প্রমাণ করে :
১. মীযান।
২. আমল ওজন করা হবে।
৩. ভালো আমল থাকবে এক পাল্লায় এবং খারাপ আমল থাকবে আরেক পাল্লায়।
৪. মীযান হবে হাকীকী ইন্দ্রিয়গ্রাহ্য।
অনুরূপভাবে মীযানে বান্দাদের ওজন করা হবে। বান্দারা নিজেদের আমল অনুযায়ী ভারী ও হালকা হবে। যদি তার আমল ভালো হয়, তাহলে সে ভারি হবে, যদিও কায়িকভাবে সে হালকা হয় এবং যদিও দুনিয়াতে সে হালকা হয়।।
— শারহু উসূলিস সুন্নাহ (বিলিভার্স ভিশন পাবলিকেশন্স)
আমল ওজন করা সংক্রান্ত দলীলাদি :
এক. আল্লাহ তাআলা বলেন,
“অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে, সে তো থাকবে সন্তোষজনক জীবনে। আর যার পাল্লাসমূহ হালকা হবে, তার স্থান হবে ‘হাওয়িয়াহ'। আর আপনাকে কীসে জানাবে তা কী? অত্যন্ত উত্তপ্ত আগুন।” — সূরা কারিআহ, আয়াত : ৬-১১
দুই. আল্লাহ তাআলা বলেন,
“আর সেদিন ওজন যথাযথ হবে। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে। আর যাদের পান্না হালকা হবে, তারাই সে সব লোক, যারা নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমাদের আয়াতসমূহের প্রতি জুলুম করতো।” — সূরা আরাফ, আয়াত : ৮-৯
তিন. তিনি আরও বলেন,
“অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খোঁজখবর নেবে না। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম আর যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়।” — সূরা মুমিনূন, আয়াত : ১০১-১০৪
চার. নাওয়াস ইবন সামআন (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি,
“মীযান দয়াময় আল্লাহর হাতে। তিনি কিয়ামাত পর্যন্ত কোনো সম্প্রদায়কে উন্নত করবেন এবং কোনো সম্প্রদায়কে অবনত করবেন।” — ইবনু মাজাহ : ১৯৯; মুসনাদ আহমাদ : ৪/১৮২ (সহীহ)
পাঁচ. সালমান ফারিসী (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিরাত স্থাপন করা হবে। আর ব্লেডের মতো তার ধার রয়েছে।” — মুসান্নাফ ইবন আবী শাইবা : ১৩/১৭৮; মুসতাদরাক হাকিম : ৪/৫৮৬; শাইখ আলবানী সহীহ বলেছেন, সহীহাহ : ১৪১
তিনি আরও বলেন, “কিয়ামতের দিন মীযান স্থাপন করা হবে। তাতে যদি আসমানসমূহ ও জমিনকে ওজন করা হয়, তাহলে তা ধারণ করতে সক্ষম হবে। ফেরেশতাগণ বলবেন, হে রব্ব! কাকে তা ওজন করবে? আল্লাহ বলবেন, আমি আমার সৃষ্টির যাকে ইচ্ছা করবো। তখন ফেরেশতাগণ বলবেন, সুবহানাকা! আমরা আপনার যথার্থ ইবাদত করিনি।” — মুসতাদরাক হাকিম : ৮৭৭৮; আলবানী সহীহ বলেছেন। সহীহুত তারগীব : ৩৬২৬
ছয়. আবু হুরাইরা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
“দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, মীযানে অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়। তা হলো: সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ।” — বুখারী : ৬৪০৬
এটি সহীহুল বুখারীর শেষ হাদীস। এ হাদীসে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মীযানে অতি ভারী’ যা ওজন প্রমাণ করে।
সাত. আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি,
”আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মাহর একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে উপস্থিত করবেন। তিনি তার সামনে নিরানব্বইটি আমলনামার খাতা খুলে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি (গুনাহ) অস্বীকার করতে পারো? আমার লেখক ফেরেশতারা কি তোমার ওপর জুলুম করেছে? সে বলবে, না, হে প্রভু! তিনি আবার প্রশ্ন করবেন, তোমার কোনো অভিযোগ আছে? সে বলবে, না, হে আমার প্রভু! তিনি বলবেন, আমার নিকট তোমার একটি সাওয়াব আছে। আজ তোমার ওপর এতটুকু জুলুমও করা হবে না। তখন ছোটো একটি কাগজের টুকরা বের করা হবে। তাতে লেখা থাকবে ‘আমি সাক্ষ্য প্রদান করি যে, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আামি আরো সাক্ষ্য দিই যে, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর বান্দা ও তার রাসুল।’ তিনি তাকে বলবেন, দাড়িপাল্লার সামনে যাও। সে বলবে, হে প্রভু! এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি আর ওজন হবে? তিনি বলবেন, তোমার ওপর কোনো রকম জুলুম করা হবে না। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরাটি আরেক পান্নায় রাখা হবে। ওজনে পাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না।” — সুনানুত তিরমিজি : ২৬৩৯; ইবনু মাজাহ : ৪৩০০ (সহীহ)
যখন কাগজের টুকরোটি ভারী হয়ে যাবে, তখন সে নাজাত পেয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন,
“অতঃপর যাদের পাল্লা ভারি হবে তারাই হবে সফলকাম।" — সূরা আরাফ, আয়াত : ৮
এসব দলীল নিম্নের বিষয়গুলো প্রমাণ করে :
১. মীযান।
২. আমল ওজন করা হবে।
৩. ভালো আমল থাকবে এক পাল্লায় এবং খারাপ আমল থাকবে আরেক পাল্লায়।
৪. মীযান হবে হাকীকী ইন্দ্রিয়গ্রাহ্য।
অনুরূপভাবে মীযানে বান্দাদের ওজন করা হবে। বান্দারা নিজেদের আমল অনুযায়ী ভারী ও হালকা হবে। যদি তার আমল ভালো হয়, তাহলে সে ভারি হবে, যদিও কায়িকভাবে সে হালকা হয় এবং যদিও দুনিয়াতে সে হালকা হয়।।
— শারহু উসূলিস সুন্নাহ (বিলিভার্স ভিশন পাবলিকেশন্স)