মাযহাবীদের মতো কোনো ইমামই আমাদের কাছে অপাংক্তেয় নয়...
শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ বলেনঃ
এক গোঁড়া মাযহাবী একবার আমার সাথে মুনাযারা করেছিল। বলছিল: তোমরা ইমামদের সম্মান ও মর্যাদা করতে জানো না। কারণ তোমরাই বলো, আমরা শুধু দলীল দিয়ে প্রমাণিত বিষয়ই গ্রহণ করে থাকি।
আমি তাকে বলেছিলাম: আলহামদুলিল্লাহ, আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ইমামই পরিত্যক্ত নয়। সেজন্যই আমাদের কথার মধ্যে দেখবে যে, আমরা ইমাম আবু হানীফা রহিমাহুল্লাহর মতকে নিয়েছি; কারণ, দলীল এটার উপরই প্রমাণ করে।
অনুরূপভাবে ইমাম মালেক রহিমাহুমাল্লাহর কথাকেও আমরা গ্রহণ করি দলীল থাকার কারণে।
আবার ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহর কথাকেও প্রাধান্য দিই, দলীল পাওয়ার কারণে।
একইভাবে, ইমাম আহমাদ বিন হাম্বল রহিমাহুল্লাহর মতামতকেও আমরা সাদরে বরণ করে নিই; কারণ দলীল আমাদেরকে সেটাই ইঙ্গিত করে।
কিন্তু, তুমি তোমাদের মতামতগুলোর মাঝ থেকে এমন একটা কথা দেখাও, যেখানে তোমার মাযহাবের ইমাম বাদে অন্য ইমামদের মর্যাদা খেয়াল করেছ।
সে তো নিশ্চুপ...
--(আল-ক্বওয়ায়িদুল ফিকহিয়্যাহ আল-মুতা'আল্লিকাহ বিল-বুয়ূ', পৃষ্ঠা: ১৭)