প্রশ্নোত্তর মাথার চুল ডাস্টবিনে ফেললে কি পাপ হবে?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
মাথার চুল, নখ ইত্যাদি মাটির নিচে পুঁতে ফেলা উত্তম। ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) সহ একাধিক সাহাবীর আমল থেকে পুঁতে ফেলার প্রমাণ পাওয়া যায়। কিন্তু এ বিষয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন সহীহ হাদীস পাওয়া যায় না। দু’একটা হাদীস পাওয়া গেলেও সেগুলো দুর্বল (নাসবুর রায়াহ ফী তাখরিজি আহাদিছিল হিদায়াহ, ১ম খণ্ড, পৃ. ১৮৯)।

ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন,

يَدفن الشعر والأظفار وإن لم يفعل لم نَرَ به بأسا​

‘চুল ও নখ মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তবে না পুঁতলেও আমরা তাকে কোন সমস্যা মনে করি না’ (খাল্লাল, আত-তরাজ্জুল, পৃ. ১৯)।

শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) এক প্রশ্নের জবাবে বলেন, ‘আহলুল ইলমগণ উল্লেখ করেছেন যে, চুল ও নখ পুঁতে ফেলা অধিক উত্তম। এ মর্মে কিছু সাহাবী থেকে আছার পাওয়া যায়। তবে তা প্রকাশ্যে বাইরে থাকার জন্য বা কোন জায়গায় ছুঁড়ে ফেললে গুনাহ হবে এমনটি নয়’ (শাইখ ছালেহ আল-উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১১তম খণ্ড, পৃ. ১৩২, প্রশ্ন নং ৬০)।




সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top