Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 983
- Comments
- 1,169
- Solutions
- 1
- Reactions
- 10,758
- Thread Author
- #1
মদ পানকারীর জন্য শরীয়তকতৃক নির্ধারিত শাস্তি বেত্রাঘাত, যার পরিমাণ হচ্ছে ৪০ টি। তবে ৮০ টি বেত্রাঘাত করা জায়েজ আছে, যা কার্যকর হবে বিচারকের ইজতেহাদের উপর। আর এটা তখন যখন মানুষ মদ পানে মগ্ন হয়ে যাবে। কেননা ৪০ টি সীমাবদ্ধ করা হয়নি। ওয়ালিদ ইবনে উকবাহ (রাদি.) এর থেকে হাদীস রয়েছে-
" নবী (স.) ৪০ টি বেত্রাঘাত করেছেন। আবু বকর (রাদি.) ৪০ টি বেত্রাঘাত করেছেন এবং উমর (রাদি.) ৮০ টি বেত্রাঘাত করেছেন। এই সবগুলোই সুন্নত এবং এটাই আমার নিকট সবচেয়ে প্রিয়" (মুসলিম)
আনাস (রাদি.) থেকে বর্ণিত-
" নবী (স.) মদ পান করার ক্ষেত্রে জুতা এবং খেজুরের ডাল দিয়ে ৪০ টি প্রহার করেছেন" (মুসলিম)
[সূত্র: আল ফিকহুল মুয়াসসার, একাদশ অধ্যায়: দন্ডবিধি (আত তাওহীদ প্রকাশনী)]
" নবী (স.) ৪০ টি বেত্রাঘাত করেছেন। আবু বকর (রাদি.) ৪০ টি বেত্রাঘাত করেছেন এবং উমর (রাদি.) ৮০ টি বেত্রাঘাত করেছেন। এই সবগুলোই সুন্নত এবং এটাই আমার নিকট সবচেয়ে প্রিয়" (মুসলিম)
আনাস (রাদি.) থেকে বর্ণিত-
" নবী (স.) মদ পান করার ক্ষেত্রে জুতা এবং খেজুরের ডাল দিয়ে ৪০ টি প্রহার করেছেন" (মুসলিম)
[সূত্র: আল ফিকহুল মুয়াসসার, একাদশ অধ্যায়: দন্ডবিধি (আত তাওহীদ প্রকাশনী)]