সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
S

প্রশ্নোত্তর বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,794
Credits
2,092
এক প্রশ্নোত্তর পর্বে শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হয়- বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?


উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে। আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো? জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই। আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল। জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।"

(ফতোয়ায়ে বিন বায)

তাই বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।

তবে শায়েখআব্দুল্লাহিলহাদী নিম্নটুকু সংজোযন করেছনে।

"শায়খ আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহ উক্ত ঘটনাটি উল্লেখ করেছেন তা ঠিক।
কিন্তু মনে রাখা প্রয়োজন যে, হাদিসে কেবল গরম পানি ফেলার ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করার কথা আলাদাভাবে আসেনি।বরং যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠের কথা এসেছে।
আর হাদীসে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বিসমিল্লাহ (অত:পর টয়লেটে প্রবেশের দুআ) বলে প্রবেশ করে তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যায়।
তাহলে বোঝা যাচ্ছে, বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত করে।

সে হিসেবে বলা যায়, গরম পানি ফেলার আগেও যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে সেখানে শয়তান থাকলে পলায়ন করবে। অন্যথায় গরম পানি পড়ে শয়তান ক্ষতিগ্রস্ত হলে সে মানুষের ক্ষতি করতে পারে।"


আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 
Top