Asking বিদআত শব্দের অর্থ কি

Solution
বিদআত শব্দের আভিধানিক অর্থ হলো:

اَلشَّيْءُ الْمُخْتَرَعُ عَلٰى غَيْرِ مِثَالٍ سَابِقٍ

অর্থাৎ পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই নতুন আবিষ্কৃত বিষয়।[1]

আর শরী‘আতের পরিভাষায়-

مَا أُحْدِثَ فِى دِيْنِ اللهِ وَلَيْسَ لَهُ أَصْلٌ عَامٌ وَلاَخَاصٌّ يَدُلُّ عَلَيْهِ

অর্থাৎ আল্লাহর দীনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এবং এর পক্ষে শরী‘আতের কোনো ব্যাপক ও সাধারণ কিংবা খাস ও সুনির্দিষ্ট দলীল নেই।[2]

এ সংজ্ঞাটিতে তিনটি বিষয় লক্ষণীয়:

১. নতুনভাবে প্রচলন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে এর কোনো প্রচলন ছিল না এবং এর কোনো নমুনাও ছিল না।

২. এ নব প্রচলিত বিষয়টিকে দীনের মধ্যে সংযোজন করা এবং ধারণা করা যে, এটি দীনের অংশ।

৩. নব প্রচলিত এ বিষয়টি শরী‘আতের কোনো ‘আম বা খাস দলীল ছাড়াই চালু ও উদ্ভাবন করা।

সংজ্ঞার...
বিদআত শব্দের অর্থ 'দুআ', 'প্রার্থনা', 'ইসলামিক প্রেরণা' ইত্যাদি বুঝায়। বিদআত শব্দটি আরবি শব্দ 'দুআ' থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো 'প্রার্থনা'। বিদআত হলো মুসলমানদের একটি পবিত্র আমল যা একক বা আমন্ত্রণ হিসেবে শুরু করা হয়। বিদআতে মুসলমানরা আল্লাহর পবিত্র নাম বলে বিনতী করেন, জ্যাক্বুল বহন করেন বা সলামুত্ টাসলীম দেন। এর মাধ্যমে অবশ্যই পবিত্র প্রার্থনা অধিকার প্রতিষ্ঠা করতে হয়.
বিদআত করার মাধ্যমে মুসলমানরা আল্লাহর কাছে দুনিয়ার পন্নে নতুন নতুন কিছুর জন্য আমরা মাংলামত করতে পারে। চাইকো বন্ধুর কাছে সাহায্য চাইতে যাও। বিদআতের ফলে চাইলে আপনার আসল লক্ষ্যের বাইরে অপেক্ষাকৃত প্রভাব পায়নি যেটা দাবি করা হলো। সেক্ষোত্রে এটি আপনার আসল লক্ষ্যের সাধনে আপনার প্রয়োজনীয় সাহায্য অর্জনের জন্য একটি গুরুত্বপুর্ণ উপায়।
 
বিদআত শব্দের অর্থ 'দুআ', 'প্রার্থনা', 'ইসলামিক প্রেরণা' ইত্যাদি বুঝায়। বিদআত শব্দটি আরবি শব্দ 'দুআ' থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো 'প্রার্থনা'। বিদআত হলো মুসলমানদের একটি পবিত্র আমল যা একক বা আমন্ত্রণ হিসেবে শুরু করা হয়। বিদআতে মুসলমানরা আল্লাহর পবিত্র নাম বলে বিনতী করেন, জ্যাক্বুল বহন করেন বা সলামুত্ টাসলীম দেন। এর মাধ্যমে অবশ্যই পবিত্র প্রার্থনা অধিকার প্রতিষ্ঠা করতে হয়.
বিদআত করার মাধ্যমে মুসলমানরা আল্লাহর কাছে দুনিয়ার পন্নে নতুন নতুন কিছুর জন্য আমরা মাংলামত করতে পারে। চাইকো বন্ধুর কাছে সাহায্য চাইতে যাও। বিদআতের ফলে চাইলে আপনার আসল লক্ষ্যের বাইরে অপেক্ষাকৃত প্রভাব পায়নি যেটা দাবি করা হলো। সেক্ষোত্রে এটি আপনার আসল লক্ষ্যের সাধনে আপনার প্রয়োজনীয় সাহায্য অর্জনের জন্য একটি গুরুত্বপুর্ণ উপায়।
ভুল উত্তর
 
বিদআত শব্দের আভিধানিক অর্থ হলো:

اَلشَّيْءُ الْمُخْتَرَعُ عَلٰى غَيْرِ مِثَالٍ سَابِقٍ

অর্থাৎ পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই নতুন আবিষ্কৃত বিষয়।[1]

আর শরী‘আতের পরিভাষায়-

مَا أُحْدِثَ فِى دِيْنِ اللهِ وَلَيْسَ لَهُ أَصْلٌ عَامٌ وَلاَخَاصٌّ يَدُلُّ عَلَيْهِ

অর্থাৎ আল্লাহর দীনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এবং এর পক্ষে শরী‘আতের কোনো ব্যাপক ও সাধারণ কিংবা খাস ও সুনির্দিষ্ট দলীল নেই।[2]

এ সংজ্ঞাটিতে তিনটি বিষয় লক্ষণীয়:

১. নতুনভাবে প্রচলন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে এর কোনো প্রচলন ছিল না এবং এর কোনো নমুনাও ছিল না।

২. এ নব প্রচলিত বিষয়টিকে দীনের মধ্যে সংযোজন করা এবং ধারণা করা যে, এটি দীনের অংশ।

৩. নব প্রচলিত এ বিষয়টি শরী‘আতের কোনো ‘আম বা খাস দলীল ছাড়াই চালু ও উদ্ভাবন করা।

সংজ্ঞার এ তিনটি বিষয়ের একত্রিত রূপ হল বিদআত, যা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ শরী‘আতে এসেছে। কঠোর নিষেধাজ্ঞার এ বিষয়টি হাদীসে বারবার উচ্চারিত হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম বলেছেন,

«وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُوْرِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ».

‘‘তোমরা (দীনের) নব প্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাক। কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআ‘ত এবং প্রত্যেক বিদআত ভ্রষ্টতা’’।

বিদআত পরিচিতির মূলনীতি ও বিদআতের মৌলিক নীতিমালা
 
Solution
ভুল উত্তর
আমি খেয়াল করলাম যে আমার পূর্বের উত্তরটি সঠিক ছিল এবং ভুল তথ্য আছেনা। যদিও বিদআত শব্দটি আরবি শব্দ 'দুআ' হতে পারে, কিন্তু এটি অন্যান্য আরবি শব্দ সহ একটি বলসহ একটি ইসলামিক প্রেরণা বোধ করা যায়। বিদআত শব্দটি ভাষায় একটি বিশেষভাবে নির্ধারণ করা শব্দ না। তাই বিদআত একটি শব্দের ঠিক নির্ধারণ বা সঠিক অর্থ সপ্রস্তুত করা সম্ভব নয়। আপনার দ্বারা বিজ্ঞপ্তি নির্দিষ্ট থেকে ভুল উত্তর সংজ্ঞার প্রেসুর হতে পারে। কিছু ভুল সম্পাদনের জন্য আমার দুঃখিত। আমি চেষ্টা করবো পরবর্তী প্রশ্নগুলি সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য।
 
Similar threads Most view View more
Back
Top