মানহাজ বিদআতীদের দাওয়াত দিতে তাদের সাথে উঠা-বসা করার বিধান

Joined
Jun 16, 2023
Threads
46
Comments
69
Reactions
769
বিদআতীদের দাওয়াত দিতে তাদের সাথে উঠা-বসা করার বিধান সম্পর্কে শায়েখ সালেহ আল ফাওযান এর অভিমত

احسن الله اليكم صاحب الفضيلة, وهذا سائل يقول: بعض الناس يجالسون اهل البدع والاحزاب والجماعات المخالفة، ويستمر معهم السنين الطوال. وإذا قيل لهم: لا تجالسوهم. قال هذا من باب الدعوة لكي ارجعهم الى الحق، فما حكم هذا العمل؟

الشيخ فوزان: اول شيء الحكم بانه مبتدعه يحتاج الى علماء، لان بعض الاخوان يبدع الناس وهو ما عنده معرفه كل من خالفه قال انت مبتدئ. فاذا ثبت انهم مبتدعه فان كان عندك علم. انت عندك علم. وكان جلوسك معهم اتبعها لاجل ان تدعوهم الى الله. بشرطين: اولا: يكون عندك علم. ثانيا: ان ترى ان انه لك تاثير عليهم. فان تجلس معهم، هذا من الدعوه الى الله. اما يا اخي اذا كان ما عندك علم او عندك علم لكن ما ينفع فيهم شيء؟ ويعاندون هؤلاء لا تجلس معهم لانهم لا يريدون الحق، نعم.​

উপস্থাপক: আল্লাহ যেন আপনার মঙ্গল করেন, সম্মানিত শাইখ। এই প্রশ্নকারী বলছে: কিছু মানুষ বিদআতী ব্যক্তিবর্গ এবং তাদের সংগঠন ও সুন্নাহর বিরোধীতাকারী জামাতের সাথে উঠাবসা করে। তাদের সাথে বহু বছর যাবত তারা যুক্ত থাকে। যখন তাদেরকে বলা হয়: তোমরা তাদের সাথে বসো না। তখন তারা বলে এটা আল্লাহর পথে দাওয়াত দেয়ার পন্থা যাতে তাদেরকে আমি হকের দিকে ফিরিয়ে আনতে পারি। এরূপ কাজের হুকুম কী?


শাইখ সালেহ আল ফাওযান: প্রথমত, তাকে বিদআতী বলে ঘোষণা করতে আলেমদের ফতোয়া প্রয়োজন। কারণ, কিছু ভাইদের নিকট জ্ঞান না থাকা সত্ত্বেও, তারা মানুষদের বিদআতী বলে আখ্যায়িত করতে যায়। যারাই তাদের বিরোধীতা করে তাদেরকেই তারা বলে: 'তুমি বিদআতী!'

তাই তারা যদি বিদআতী বলে প্রমাণিত হয়, আর তোমার কাছে যদি ইলম থেকে থাকে। তোমার কাছে ইলম থাকলে এবং তাদেরকে আল্লাহর পথে আহবান করতে তাদের সাথে উঠা-বসার করা চালিয়ে যাও দুটি শর্ত সাপেক্ষে।

প্রথম শর্ত: তোমার পর্যাপ্ত ইলম থাকতে হবে।

দ্বিতীয় শর্ত: তুমি দেখবে যে তুমি তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে কিনা। এই শর্তে তুমি তাদের সাথে বসলে এটা আল্লাহর দিকে দাওয়াত দেয়ার অন্তর্ভুক্ত হবে। কিন্তু ভাই আমার, তোমার যদি ইলাম না থাকে অথবা তোমার কাছে ইলম আছে তবে তা যদি তাদের কোনো উপকারেই না আসে এবং তারা যদি গোঁড়ামি করে? এরূপ সম্ভাবনা থাকলে তুমি তাদের সাথে বসবে না, কারণ তারা হক মানতে ইচ্ছুক নয়। জ্বি।

বক্তব্যের উৎস

অনুবাদ: সাফিন চৌধুরী
প্রশ্নোত্তরের জন্য যুক্ত হোন: Ideology of Salaf

Tags: বিদআতীদের সাথে উঠাবসা করার বিধান
বিদআতীদের সঙ্গে থাকার বিধান
বিদআতীদের সাথে উঠাবসা করা সম্পর্কে সালাফি আলেমদের মতামত
বিদআতীদের সাথে উঠাবসা করা সম্পর্কে সালেহ আল ফাওযান
বিদআতীদের সাথে উঠাবসা করা
বিদআতীদের সাথে উঠাবসা করা কি সঠিক?
 
Back
Top