- Joined
- Jun 16, 2023
- Threads
- 63
- Comments
- 89
- Reactions
- 983
- Thread Author
- #1
বর্তমান সময়ে নিজেকে আহলে হাদিস দাবি করে দেওবন্দের থেকে হাদিসের সনদ নিয়ে গর্ব করছে এমন ব্যক্তিদের দেখা পাবেন।
শাইখ রাবী বিন হাদী আল-মাদখালী (হাফিযাহুল্লাহ) কে জিজ্ঞাসা করা হয়েছিল:
"সুফী, আশআরী আক্বীদার কিংবা খারিজী মতাদর্শের অনুসারীদের নিকট থেকে হাদীসের সনদ (ইজাযাহ) গ্রহণ করা সম্পর্কে আপনার অভিমত কী?"
তিনি (হাফিযাহুল্লাহ) উত্তরে বলেন:
"আমি নিজের জন্য এটা সমীচীন মনে করি না। আর যারা সালাফী মানহাজকে সম্মান করেন, তাদের প্রতি আমার নসীহত হলো - এমন ব্যক্তিদের দ্বারস্থ হয়ে সালাফি মানহাজকে যেন অপদস্থ না করেন।"
মাজমু' কুতুব ওয়া ফাতাওয়া ওয়া রাসাঈল ফাদ্বিলাতিশ শাইখিল আল্লামাহ রাবী‘ বিন হাদী আল-মাদখালী, ১৫/৫৬
سُئِل ربيع بن هادي المدخلي - حفظه الله تعالى :
ما رأي فضيلتكم فيمن يأخذ إجازة في الحديث من صوفي أو أشعري في العقيدة أو خارجي ؟
فأجاب - حفظه الله : أنا لا أرى هذا لنفسي ، وأنصح كلّ من يحترم المنهج السّلفي ألا يُهين المنهج السّلفي باللّجوء إلى هؤلاء
مجموع كتب ورسائل العلامة ربيع المدخلي 15 / 56
অনুবাদ ও লেখা: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf
শাইখ রাবী বিন হাদী আল-মাদখালী (হাফিযাহুল্লাহ) কে জিজ্ঞাসা করা হয়েছিল:
"সুফী, আশআরী আক্বীদার কিংবা খারিজী মতাদর্শের অনুসারীদের নিকট থেকে হাদীসের সনদ (ইজাযাহ) গ্রহণ করা সম্পর্কে আপনার অভিমত কী?"
তিনি (হাফিযাহুল্লাহ) উত্তরে বলেন:
"আমি নিজের জন্য এটা সমীচীন মনে করি না। আর যারা সালাফী মানহাজকে সম্মান করেন, তাদের প্রতি আমার নসীহত হলো - এমন ব্যক্তিদের দ্বারস্থ হয়ে সালাফি মানহাজকে যেন অপদস্থ না করেন।"
মাজমু' কুতুব ওয়া ফাতাওয়া ওয়া রাসাঈল ফাদ্বিলাতিশ শাইখিল আল্লামাহ রাবী‘ বিন হাদী আল-মাদখালী, ১৫/৫৬
سُئِل ربيع بن هادي المدخلي - حفظه الله تعالى :
ما رأي فضيلتكم فيمن يأخذ إجازة في الحديث من صوفي أو أشعري في العقيدة أو خارجي ؟
فأجاب - حفظه الله : أنا لا أرى هذا لنفسي ، وأنصح كلّ من يحترم المنهج السّلفي ألا يُهين المنهج السّلفي باللّجوء إلى هؤلاء
مجموع كتب ورسائل العلامة ربيع المدخلي 15 / 56
অনুবাদ ও লেখা: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf
Attachments