সালাত বিতর সালাত আদায়ের বিভিন্ন পদ্ধতি – পর্ব : ১

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,103
Comments
1,294
Solutions
1
Reactions
12,187
১. এগারো রাক'আত সালাত পড়া ও তন্মধ্যে এক রাকআত দ্বারা বিতর পড়া :

প্রত্যেক দু' রাক'আত পর সালাম ফিরানো ও এক রাক'আত দ্বারা বিতর পড়া। দলীল- (ক) 'আয়েশা রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম রাতে এগারো রাক'আত পড়তেন ও তন্মধ্যে এক রাকআত দ্বারা বিতর পড়তেন”। (খ) অপর বর্ণনায় আছে, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত থেকে ফারেগ হয়ে ফজর পর্যন্ত এগারো রাক'আত সালাত আদায় করতেন, প্রত্যেক দু' রাক'আত পর সালাম ফিরাতেন ও এক রাক'আত দ্বারা বিতর পড়তেন... ।” [মুসলিম: ৭৩৬]

২. তেরো রাক'আত সালাত পড়া এবং এক রাক'আত দ্বারা বিতর পড়া। প্রতি দু' রাক'আত পর সালাম ফিরানো ও এক রাক'আত দ্বারা বিতর আদায় করা :

(ক) আবদুল্লাহ ইবন 'আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করেন, .... আমি তার বাঁ পাশে দাঁড়িয়েছি, তিনি আমার মাথায় হাত রেখে আমার কান ধরে ঘুরিয়ে তার ডান পাশে নিয়ে আসলেন, অতঃপর দু' রাক'আত সালাত আদায় করলেন। অতঃপর দু' রাক'আত আদায় করলেন। অতঃপর দু' রাক'আত আদায় করলেন, অতঃপর দু' রাক'আত আদায় করলেন। অতঃপর দু' রাক'আত আদায় করলেন। অতঃপর দু' রাক'আত আদায় করলেন। অতঃপর বিতর পড়লেন। অতঃপর তিনি শুইলেন, যখন মুয়াজ্জিন আসল তিনি দাঁড়িয়ে হাল্কা দু' রাক'আত আদায় করলেন। অতঃপর বের হয়ে ফজরের সালাত আদায় করলেন।” [বুখারী: ১৯২, ১১৭, ১৩৭, ৬৩১৬; মুসলিম: ৭৬৩]

(খ) তার থেকে আরো বর্ণিত: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম রাতে তেরো রাক'আত সালাত আদায় করতেন”। [মুসলিম: ৭৬৪]

(গ) যায়েদ ইবন খালেদ আল-জুহানি রাদ্বিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি একবার বলেছেন, “আমি আজ অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সালাত
দেখব: তিনি হাল্কা দু' রাক'আত আদায় করলেন। অতঃপর দীর্ঘ দীর্ঘ দীর্ঘ দু' রাক'আত আদায় করলেন। অতঃপর দু' রাক'আত আদায় করলেন, যা পূর্বের তুলনায় সংক্ষেপ ছিল। অতঃপর দু' রাক'আত আদায় করলেন, যা তার পূর্বের দু' রাক'আতের তুলনায় সংক্ষেপ ছিল। অতঃপর দু' রাক'আত আদায় করলেন, যা তার পূর্বের দু' রাক'আতের তুলনায় সংক্ষেপ ছিল। অতঃপর দু' রাক'আত আদায় করলেন, যা তার পূর্বের দু' রাক'আতের তুলনায় সংক্ষেপ ছিল। অতঃপর বিতর পড়লেন। এ হচ্ছে তেরো রাক'আত সালাত।” [মুসলিম: ৭৬৫]

৩. তেরো রাক'আত সালাত আদায় করা, যার প্রতি দু' রাক'আতে সালাম ফিরানো; তন্মধ্যে পাঁচ রাক'আত অনবরত কোনো বসা ছাড়া সবশেষে এক বৈঠক দিয়ে আদায় করা :

আয়েশা রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম রাতে তেরো রাকাআত সালাত আদায় করতেন, তার মধ্যে তিনি পাঁচ রাক'আত দ্বারা উইত্র পড়তেন, শেষ রাক'আত ব্যতীত কোথাও তিনি বসতেন না।” [মুসলিম: ৭৩৭]

— উমদাতুল আহকাম (১ম খন্ড), অনুবাদ ও ব্যাখ্যা : ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া; সবুজপত্র পাবলিকেশন্স
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top