- Joined
- Jun 16, 2023
- Threads
- 46
- Comments
- 69
- Reactions
- 769
- Thread Author
- #1
বাইবেল এ মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে এবং ঈশ্বর বলতে কেবল একজন কে বুঝানো হয়েছে।
Therefore, as concerning the eating of things sacrificed to idols, we know that an idol is nothing in the world and that there is no God but one. For even if there are what are called gods, whether in heaven or on earth (as indeed there are 'gods,' many and 'lords'many), yet for us there is one God, the Father, from whom are all things, and we unto him; and one Lord, Jesus Christ, through whom are all things, and we through him
Bible New testament, book of CORINTHIANS I, Chapter 8, Verse 4-7, Page-320.
"অতএব, মূর্তির জন্য জবেহ করা খাবার খাওয়ার ক্ষেত্রে, আমরা জানি যে এই পৃথিবী মূর্তির কোনো মূল্যই নেই এবং একজন ব্যতীত কোনো ঈশ্বর নেই। যদিও পৃথিবী এবং আসমানে ঈশ্বর নামক আরো অনেক কিছু থেকে থাকে তবুও আমাদের ঈশ্বর একজনই, তিনি পিতা। যিনি সকল কিছুর উৎস এবং আমরা তার থেকেই এসেছি।"
বাইবেল নিউ টেস্টামেন্ট, বুক অফ কোরিনথিয়ান্স-১, চাপ্টার ৮, ভার্স ৪-৭, পৃষ্ঠা ৩২০.
বাইবেল এর ভেতরে ত্রিতত্ত্ব/Trinity রক্ষার্থে অনুবাদকরা ব্র্যাকেট দিয়ে (as indeed there are 'gods,' many and 'lords'many) লিখে দিয়েছে। অথচ স্পষ্ট বলা গড বা ঈশ্বর একজনই। যদি ঈশ্বর তিনজন হয়, তাহলে তিনজনের জন্য জবেহ বা উৎসর্গ না করে কেবল একজনের জন্য কেন করবো? আর Father, Christ, Holy Spirit তিনজন একই হলে ঈশ্বর কেবল একজনই কেন?
লেখা: সাফিন চৌধুরী
তাহকীক ও লেখা পেতে যুক্ত হোন: টেলিগ্রাম
Therefore, as concerning the eating of things sacrificed to idols, we know that an idol is nothing in the world and that there is no God but one. For even if there are what are called gods, whether in heaven or on earth (as indeed there are 'gods,' many and 'lords'many), yet for us there is one God, the Father, from whom are all things, and we unto him; and one Lord, Jesus Christ, through whom are all things, and we through him
Bible New testament, book of CORINTHIANS I, Chapter 8, Verse 4-7, Page-320.
"অতএব, মূর্তির জন্য জবেহ করা খাবার খাওয়ার ক্ষেত্রে, আমরা জানি যে এই পৃথিবী মূর্তির কোনো মূল্যই নেই এবং একজন ব্যতীত কোনো ঈশ্বর নেই। যদিও পৃথিবী এবং আসমানে ঈশ্বর নামক আরো অনেক কিছু থেকে থাকে তবুও আমাদের ঈশ্বর একজনই, তিনি পিতা। যিনি সকল কিছুর উৎস এবং আমরা তার থেকেই এসেছি।"
বাইবেল নিউ টেস্টামেন্ট, বুক অফ কোরিনথিয়ান্স-১, চাপ্টার ৮, ভার্স ৪-৭, পৃষ্ঠা ৩২০.
বাইবেল এর ভেতরে ত্রিতত্ত্ব/Trinity রক্ষার্থে অনুবাদকরা ব্র্যাকেট দিয়ে (as indeed there are 'gods,' many and 'lords'many) লিখে দিয়েছে। অথচ স্পষ্ট বলা গড বা ঈশ্বর একজনই। যদি ঈশ্বর তিনজন হয়, তাহলে তিনজনের জন্য জবেহ বা উৎসর্গ না করে কেবল একজনের জন্য কেন করবো? আর Father, Christ, Holy Spirit তিনজন একই হলে ঈশ্বর কেবল একজনই কেন?
লেখা: সাফিন চৌধুরী
তাহকীক ও লেখা পেতে যুক্ত হোন: টেলিগ্রাম