- Views: 328
- Replies: 1
বর্তমানের দৃশ্যমান পরিস্থিতি নিতান্তই ভয়ানক।
সাংবাদিকরা হালাল হারাম, শরয়ী বিষয়ে সঠিক বেঠিক ইত্যাকার বিষয়ে কথা বলা শুরু করেছে!! (অর্থাৎ, আলেমের বেশ ধরেছে) আর তাদের (নাদান) ফলোয়ার ও ফ্যানবেজ সেসব শুনছে এবং নির্দ্বিধায় গিলছে!! যদিও এসব হয়েছে আলেমদের নামে মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার পরে (ও বলতে গেলে ফলশ্রুতিতে)। সুতরাং, সতর্ক হোন -বারাকাল্লাহু ফীকুম-। দ্বীনের আলেম রয়েছেন। এই দ্বীনের জ্ঞান একমাত্র সেইসব লোকদের কাছ থেকেই অর্জন করতে হবে যারা আলেম; দ্বীন নিয়ে পড়াশোনা করেছেন, এ ব্যাপারে ব্যুৎপত্তি লাভ করেছেন এবং গভীরতার অধিকারী হয়েছেন। আর আলেম তো তারাই, যারা ইলম থেকে কথা বলেন, হাওয়া থেকে নয়; তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনে ইযামের পথ ও পন্থা অনুসরণ করে চলেন।
সাংবাদিকরা হালাল হারাম, শরয়ী বিষয়ে সঠিক বেঠিক ইত্যাকার বিষয়ে কথা বলা শুরু করেছে!! (অর্থাৎ, আলেমের বেশ ধরেছে) আর তাদের (নাদান) ফলোয়ার ও ফ্যানবেজ সেসব শুনছে এবং নির্দ্বিধায় গিলছে!! যদিও এসব হয়েছে আলেমদের নামে মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডার পরে (ও বলতে গেলে ফলশ্রুতিতে)। সুতরাং, সতর্ক হোন -বারাকাল্লাহু ফীকুম-। দ্বীনের আলেম রয়েছেন। এই দ্বীনের জ্ঞান একমাত্র সেইসব লোকদের কাছ থেকেই অর্জন করতে হবে যারা আলেম; দ্বীন নিয়ে পড়াশোনা করেছেন, এ ব্যাপারে ব্যুৎপত্তি লাভ করেছেন এবং গভীরতার অধিকারী হয়েছেন। আর আলেম তো তারাই, যারা ইলম থেকে কথা বলেন, হাওয়া থেকে নয়; তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনে ইযামের পথ ও পন্থা অনুসরণ করে চলেন।