প্রশ্নোত্তর বড় শিরকের পরিণাম

Joined
Jun 29, 2025
Threads
4,851
Comments
0
Reactions
21,853
প্রশ্ন : বড় শিরকের পরিণাম কি ?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন :


إِنَّهُ مَنْ يُّشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأوَاهُ النَّارَ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ


"যে কেউ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার ওপর জান্নাত অবশ্যই হারাম করবেন, এবং তার ঠিকানা জাহান্নাম, আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই।" সূরা আল মায়েদা : ৭২


রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : "যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছু শরীক করে মৃত্যুবরণ করল সে জাহান্নামে যাবে।" মুসলিম


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


লেখক : শায়খ মুহাম্মাদ জামীল যাইনু
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রব আফ্ ফান
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Similar threads Most view View more
Back
Top